স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ “শারদীয় দুর্গা পূজা “-২০২৪ উপলক্ষে রাজবাড়ীতে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মুহাম্মদ সরোয়ার হোসেন জেলার বিভিন্ন সার্বজনীন দূর্গা পূজামন্ডপের প্রাক প্রস্তুতি পরিদর্শন করেন।
শনিবার (৫অক্টোবর) পুজা মন্ডপ পরিদর্শনকালে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি পূজামন্ডপের প্রতিনিধির নিকট ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন এর পক্ষ হতে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানান।
এসময় অতিরিক্ত ডিআইজি মহোদয় বলেন পূজাকে কেন্দ্র করে যদি কোন ব্যাক্তি বা গোষ্ঠি বিশৃংঙ্খলার সৃষ্টি করে তবে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি মন্দিরে ব্যাগ নিয়ে প্রবেশের পূর্বে তল্লাশি, সিসি ক্যামেরার মাধ্যামে মনিটরিং এবং বিভিন্ন সতর্কতা মূলক দিকনির্দেশনা প্রদান করেন।
ওইসময় আরো উপস্থিত ছিলেন রাজবাড়ী পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)), শরীফ আল রাজীব, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রইম এন্ড অপস্) মুকিত সরকার, , সহ বিভিন্ন পূজামন্ডপের সদস্যবৃন্দ।
বাংলাদেশ সময়: ২২:২৯:১৮ ৭০ বার পঠিত