কিশোরগঞ্জ প্রতিনিধি
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় কিশোরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান মনির ও একই ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) রাতে জেলা শহরের হয়বতনগর ও নগুয়া এলাকায় অভিযান চালিয়ে বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, বলেন আজ শনিবার (৫ অক্টোবর) দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৫:২১:০২ ৭১ বার পঠিত