হাইকোর্টের আদেশের ওপর ‘নো অর্ডার’ আদেশ রিসিভার নিয়োগ আদেশের বিরুদ্ধে আপিল বেক্সিমকো ফার্মার

প্রথম পাতা » জাতীয় » হাইকোর্টের আদেশের ওপর ‘নো অর্ডার’ আদেশ রিসিভার নিয়োগ আদেশের বিরুদ্ধে আপিল বেক্সিমকো ফার্মার
মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪



রিসিভার নিয়োগ আদেশের বিরুদ্ধে আপিল বেক্সিমকো ফার্মার

বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি দেখভাল করার জন্য রিসিভার নিয়োগে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ২৮ অক্টোবর দিন রেখেছেন। একইসঙ্গে হাইকোর্টের আদেশের ওপর ‘নো অর্ডার’ আদেশ দিয়েছেন।

আদালতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. মুস্তাফিজুর রহমান খান। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী মুনীরুজ্জামান। রিট আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আর সোবহান।

এর আগে সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আর সোবহান এ বিষয়ে একটি রিট করেন। ওই রিট আবেদনের শুনানি নিয়ে গত ৫ সেপ্টেম্বর বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন। আদেশে বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি দেখভাল করার জন্য রিসিভার নিয়োগের নির্দেশ দেন। একইসঙ্গে ছয় মাসের জন্য গ্রুপটির সব সম্পত্তি সংযুক্ত (অ্যাটাচ) করতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতি দেওয়া ওই আদেশে (পতন হওয়া সরকারের প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের কর্ণধার) সালমান এফ রহমান থেকে বিভিন্ন ব্যাংকের অর্থ উদ্ধার এবং বিদেশ থেকে টাকা ফেরাতে বলা হয়েছে। চার সপ্তাহের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়।

এ ছাড়া বেক্সিমকো গ্রুপের সব কোম্পানির তথ্য সরবরাহে, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে কী পরিমাণ অপরিশোধিত ঋণ আছে, ঋণের বর্তমান অবস্থা এবং বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি দেখভাল করার জন্য রিসিভার নিয়োগে ও সম্পত্তি সংযুক্ত করতে রুল জারি করেন আদালত। চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানকে (বর্তমানে গ্রেফতার) রুলের জবাব দিতে বলা হয়। এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

বাংলাদেশ সময়: ২২:৩১:২৯   ৩৪ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


ভারতীয় গণমাধ্যম প্রতিদিন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে
আইন উপদেষ্টা গুমের শিকার পরিবারের ক্ষতিপূরণের বিষয়টি সরকার বিবেচনা করছে
রিমান্ড শেষে কারাগারে সাবেক আইনমন্ত্রী
প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোসরদের তথ্য দিয়ে সহায়তার আহ্বান উপদেষ্টা আসিফের
চিফ প্রসিকিউটরের কাছে ক্ষমা না চাইলে নুরের বিরুদ্ধে ব্যবস্থা
ফ্যাসিস্টের শেকড় গভীরে, লড়াই এত সহজ নয়: আইন উপদেষ্টা
ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি ভালো চোখে দেখছে না বাংলাদেশ
শিক্ষার্থী নাহিদুল হত্যা: সাবেক এমপি মুকুল কারাগারে
কুইক রেন্টাল লুটপাটের বিশেষ বিধান আইন ছিল: শাহদীন মালিক
১৮৩ কোটি টাকা পাচার, বিএনপি নেতা ফালুসহ ৩ জনকে অব্যাহতি

Law News24.com News Archive

আর্কাইভ