ইসরাইল-হিজবুল্লাহর মধ্যে ব্যাপক গোলাগুলি

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইল-হিজবুল্লাহর মধ্যে ব্যাপক গোলাগুলি
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪



ইসরাইল-হিজবুল্লাহর মধ্যে ব্যাপক গোলাগুলি

আবারও উত্তপ্ত হয়ে পড়েছে ইসরাইল ও লেবাননের যোদ্ধাগোষ্ঠী হিজবুল্লাহ। রোববার সকালে দুদেশের মধ্যেই ব্যাপক গোলাগুলি হয়েছে। লেবাননের দক্ষিণে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। বলা হচ্ছে এ বছরের মধ্যে লেবাননে সবচেয়ে কঠিন আঘাত করেছে তেল আবিব। পক্ষান্তরে ইসরাইলের উত্তর সীমান্তবর্তী এলাকাগুলোতে রকেট হামলার দাবি করেছে লেবাননের যোদ্ধাগোষ্ঠী হিজবুল্লাহ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, ইরান সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরাইল। দেশটির সামরিক বাহিনী বলছে যে, তারা শনিবার হিজবুল্লাহর ছোড়া রকেটগুলোকে ভূপাতিত করা সহ যোদ্ধাগোষ্ঠীটির কমপক্ষে ২৯০টি লক্ষ্যবস্তুকে টার্গেট করেছে। এই উত্তেজনার মধ্যে রোববার ইসরাইলের উত্তরাঞ্চল এবং অধিকৃত গোলান মালভূমির স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া এসব অঞ্চলে জমায়েত না করারও সতর্কতা জারি করা হয়েছে।

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন এবং ইরাক থেকে শনিবার দিবাগত রাতজুড়ে একাধিক রকেট হামলা চালানো হয়েছে। যার বেশিরভাগই ইসরাইলের আকাশ প্রতিরক্ষা বাহিনী প্রতিহত করতে সক্ষম হয়েছে। অঞ্চলগুলোতে বারতি সতর্কতার জন্য রাতজুড়ে সতর্ক সাইরেন চালু রেখেছিল সামরিক বাহিনী। ইসরাইলি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ইসরাইলের বেশ কয়েকটি ভবনে সরাসরি আঘাত করেছে। এতে বেশ কয়েকজন মৃদু আঘাত প্রাপ্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় উদ্ধারকারী দল। তবে কেউ ওই হামলায় গুরুতর বা হতাহত হননি।
এদিকে ইসরাইলের রামাত ডেভিড বিমানঘাঁটি কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হিজবুল্লাহ। সংগঠনটি বলছে, ইসরাইলের ক্রমাগত হামলার প্রতিবাদে তারা এ হামলা চালিয়েছে। রোববার নিজেদের টেলিগ্রাম চ্যানেলে এ কথা জানিয়েছে হিজবুল্লাহর নেতারা। তাদের সাথে ইসরাইলের সংঘাতের মধ্যে রামাত ডেভিড বিমানঘাঁটিতে হামলার বিষয়টিই সবচেয়ে গুরুতর হামলা বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরান-সমর্থিত ইরাকি যোদ্ধারাও এক বিবৃতিতে রোববার ভোরে ইসরাইলে একটি বিস্ফোরক ড্রোন হামলার দাবি করেছে।

কর্তৃপক্ষের মতে, লেবাননের রাজধানীতে হিজবুল্লাহ কমান্ডারদের লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ৩৭ জন নিহত হওয়ার ৪৮ ঘন্টারও কম সময়ের মধ্যে উত্তেজনা ক্রমবর্ধমান হারে বৃদ্ধির খবর পাওয়া গেল। ইরান-সমর্থিত শক্তিশালী যোদ্ধাগোষ্ঠী হিজবুল্লাহ। সংগঠনটি বলেছে, ইসরাইলের সঙ্গে প্রায় এক বছরের সংঘাতের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা হয়েছে গত শুক্রবার। এতে সংগঠনটির বেশ কয়েকজন সিনিয়র নেতা নিহত হয়েছেন। তাদের দাবি ইব্রাহিম আকিল এবং আরেক কমান্ডার আহমেদ ওয়াহবিসহ এ পর্যন্ত কমপক্ষে ১৬ জন হিজবুল্লাহর সদস্য নিহত হয়েছন।

ইসরাইলের সেনাবাহিনী বলেছে যে, তারা আকিল এবং হিজবুল্লাহর এলিটফোর্স রাদওয়ান বাহিনীর নেতাদের একটি ভূগর্ভস্থ সমাবেশে হামলা করেছে এতে তাদের সামরিক নেতৃত্ব প্রায় সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে।

একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলাটি জনাকীর্ণ এলাকার একটি বহুতল আবাসিক ভবনকে লক্ষ্য করে করা হয়েছিল। এতে পাশের একটি নার্সারি ক্ষতিগ্রস্ত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে তিন শিশু ও সাতজন নারী রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২৬:৫১   ৪৩ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


হামাসের শীর্ষ প্রধান সিনওয়ার নিহত: ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী
ইসরাইলি হামলায় নিহত ৪০ ফিলিস্তিনি
পাচার হওয়া অর্থ উদ্ধার নিয়ে ওয়াশিংটনে আলোচনা
উপসাগরীয় দেশগুলোকে ইরানের কঠোর হুঁশিয়ারি
রয়টার্সের প্রতিবেদন আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ চুক্তি বহাল রাখতে পারে বাংলাদেশ
ওয়াশিংটনে পররাষ্ট্র সচিবের সিরিজ বৈঠক অন্তর্বর্তী সরকারকে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের আশ্বাস পুনর্ব্যক্ত
৮৬ বছর বয়সে মারা গেছেন ভারতের শীর্ষস্থানীয় শিল্পপতি রতন টাটা
গাজায় নিহতের সংখ্যা ৪২,০০০ ছাড়িয়েছে লেবানন থেকে রকেট হামলায় ২ ইসরাইলি নিহত
গাজার ৭৫ ভাগ ভবন ধ্বংসস্তূপ, জিম্মিদের জীবন ইসরাইলের ওপর নির্ভর করে
হাতে আগুন দিয়ে ইসরাইলি নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ

Law News24.com News Archive

আর্কাইভ