রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার

প্রথম পাতা » প্রধান সংবাদ » রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪



রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার

রাঙামাটিম পৌরসভা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। রোববার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে জেলায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়। রোববার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় বেলা ১১টা থেকে রাঙ্গামাটি পার্ব্যত্য জেলার পৌরসভা এলাকায় ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ মোতাবেক জারিকৃত ১৪৪ ধারা প্রত্যাহার করা হলো।

প্রসঙ্গত, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলার পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

উল্লেখ্য, খাগড়াছড়ির দীঘিনালায় দুই পক্ষের সংঘর্ষের জেরে গত বৃহস্পতিবার রাতভর জেলা সদরে গোলাগুলির ঘটনা ঘটে। ওইদিন রাতে গোলাগুলি ও বিকেলের সংঘর্ষের ঘটনায় তিনজন নিহতের খবর পাওয়া যায়। আর আহত হয়েছেন অন্তত ১৫ জন।

পরদিন শুক্রবার সকালে এ ঘটনার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ করেছে পাহাড়ি ছাত্র-জনতা। এতে পাহাড়ি-বাঙালি সংর্ঘষে রূপ নেয়। এ সময় দোকান, মসজিদ ও গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠে। পরে কনরুপা এলাকার ব্যবসায়ী ও স্থানীয়রা বিক্ষোভকারীদের ধাওয়া দিলে সংর্ঘষ বাধে। সে সময় শহরের বিভিন্নস্থানে দুই পক্ষের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয়ার খবরও পাওয়া যায়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়।

এর আগে, গত বুধবার খাগড়াছড়ি সদরের পানখাইয়াপাড়ায় চুরির অভিযোগে মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনার বিচারের দাবিতে দীঘিনালায় বিক্ষোভ চলাকালে সংঘর্ষের ঘটনার সূত্রপাত হয়। এ সময় দুর্বৃত্তরা ৮০টির মতো দোকান ও বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। এর জেরে জেলার বিভিন্নস্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ সময়: ১৫:০১:৫৮   ২৫ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


হামাসের শীর্ষ প্রধান সিনওয়ার নিহত: ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী
২০২৫ সালের মধ্যে নির্বাচন হতে পারে: আইন উপদেষ্টা
আরও ৪টি কমিশন গঠন করেছে সরকার
পুলিশের আরও ৪ কর্মকর্তাকে গ্রেফতারের অনুমতি
‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল বিচার বিভাগীয় প্রতারণা ছাড়া কিছুই নয়’
শেখ হাসিনাকে গ্রেপ্তারে সময় বেঁধে দিল ট্রাইব্যুনাল
স্ত্রীসহ সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ইসরাইলি হামলায় নিহত ৪০ ফিলিস্তিনি
ফেসবুকে চাকরির বিজ্ঞাপন দিয়ে ফাঁদে ফেলত তারা
সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ নভেম্বর

Law News24.com News Archive

আর্কাইভ