দুদকের তিন মামলায় ভূমি অধিগ্রহণ কর্মকর্তার ২২ বছরের কারাদণ্ড

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » দুদকের তিন মামলায় ভূমি অধিগ্রহণ কর্মকর্তার ২২ বছরের কারাদণ্ড
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩



 

---

ফরিদপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক তিনটি মামলায় মোহাম্মদ শাহরিয়ার মতিন নামের এক ভূমি অধিগ্রহণ কর্মকর্তাকে ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আসামির উপস্থিতিতে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ফরিদপুরের স্পেশাল জজ আদালতের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় দেন।

একই সঙ্গে তাঁকে ১ কোটি ৬৮ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। রায়ের পর পুলিশ পাহারায় আসামিকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।

---

 

সাজাপ্রাপ্ত ওই কর্মকর্তা বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব (সাময়িক বরখাস্তকৃত)। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার দেওগাঁও গ্রামে।

শাহরিয়ার মতিন গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে থাকাকালীন সময়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করে দুদক। সে মামলায় মঙ্গলবার কারাদণ্ড দেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, দুদকের করা পৃথক তিনটি মামলার একটিতে ৫ বছর, আরেকটিতে ১০ বছর ও অপরটিতে ৭ বছর সহ মোট ২২ বছরের কারাদণ্ড প্রদান করে আদালত।

একই সঙ্গে একটি মামলায় ৯৭ লাখ, অন্য আর একটি মামলায় ২১ লাখ এবং অপরটিতে ৫০ লাখ টাকাসহ মোট ১ কোটি ৬৪ লাখ টাকা জরিমানা করেন আদালত।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপ-পরিচালক রেজাউল করিম বলেন, দুদকের করা পৃথক তিনটি মামলায় আদালত ২২ বছরের কারাদন্ড দিয়েছেন শাহরিয়ার মতিনকে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

 

বাংলাদেশ সময়: ১২:০৯:২২   ১৬৭ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


সাবেক রেলমন্ত্রীকে রিমান্ডে পাঠানোর পর আদেশ স্থগিত
পুলিশ কর্মকর্তা কাফী আরও ২ দিনের রিমান্ডে
কলেজ ছাত্র হত্যা বরিশালের সাবেক এমপি শাহে আলম ৩ দিনের রিমান্ডে
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি ৪ দিনের রিমান্ডে
৭ দিনের রিমান্ডে সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান
সাভারের ইয়ামিন হত্যা সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফী ৫ দিনের রিমান্ডে
জামিন নামঞ্জুর, ইনু-মেনন-পলক-মামুন কারাগারে
সাবেক এমপির ২ ছেলের হামলা শিকার ব্যবসায়ী, আদালতে মামলা
সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন ১১১ বার পেছালো
ফের ৪ দিনের রিমান্ডে ইনু

Law News24.com News Archive

আর্কাইভ