খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষে নিহত তিনজন। এই ঘটনায় রাঙামাটিতে ১৪৪ ধারা জা‌রি।

প্রথম পাতা » সারাদেশ » খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষে নিহত তিনজন। এই ঘটনায় রাঙামাটিতে ১৪৪ ধারা জা‌রি।
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪



---

মোহাম্মদ নাসির উদ্দীন তিজো,  বান্দরবান প্রতিনিধি :


খাগড়াছড়ির দীঘিনালা ও সদর উপজেলায় পাহাড়ি- বাঙালি মধ্যে  সংঘর্ষে অন্তত  তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৭ জন। তাদের মধ্যে চারজন গুলিবিদ্ধ হয়েছে, তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবিব পলাশ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।


নিহতরা হলেন, ধনঞ্জয় চাকমা (৫০), রুবেল ত্রিপুরা (২৫) ও জুনান চাকমা (২০)।


তিনি আরো জানান, ধনঞ্জয় গত রাত সাড়ে ১০টায় এবং রুবেল ও জুনান রাত দেড়টায় মারা গেছেন। এদের মধ্যে ধনঞ্জয় দীঘিনালায় এবং রুবেল ও জুনান সদরে আহত হয়েছিলেন। খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।


আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্ব স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে কাজ করছে বলে জানান।


রাঙামাটি শহরে পাহাড়ী-বাঙালীর মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ার কারনে রাঙামাটিতে আজ শুক্রবার ১৪৪ ধারা জা‌রি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:১০:৫০   ১৫ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষে নিহত তিনজন। এই ঘটনায় রাঙামাটিতে ১৪৪ ধারা জা‌রি।
বান্দরবান সদরে খাগড়াছড়ির ঘটনার প্রতিবাদ সমাবেশ।
বান্দরবানের রুমা উপজেলায় বিজিবির উদ্ধার অভিযান।
মানহানি মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেফতার
লালমোহনে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে সভা
স্বামী হত্যার মামলায় স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড
বাগেরহাট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সব সদস্যের পদত্যাগ
ভোলায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন
জামিন পেলেও ছাড়া পাচ্ছেন না সাবেক বিচারপতি মানিক

Law News24.com News Archive

আর্কাইভ