মোছলেহ উদ্দীন সবুজ
চট্টগ্রাম প্রতিনিধি,
কম খরচে বিদেশ নিয়ে যাওয়ার কথা বলে প্রায় ২২ লাখ টাকা হাতিয়ে নেওয়া এক প্রতারক চক্রের মূল হোতা ফরিদুল আলম শিকদার (৬০) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-০৭। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) র্যাব-০৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার (২৪ সেপ্টেম্বর) নগরীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি কক্সবাজারের পেকুয়া থানাধীন হাজীরঘোনা এলাকার মোজাফফর আহমেদ শিকদারের ছেলে।
র্যাব জানায়, মের্সাস আকবর ইন্টারন্যাশনাল নামের একটি এজেন্সি চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় কম খরচে সার্বিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, জর্ডানে জরুরীভাবে দক্ষ গার্মেন্টস শ্রমিক নেওয়া হচ্ছে বলে লিফলেট বিতরণ করে। পরবর্তীতে গার্মেন্টস কর্মীরা লিফলেট দেখে আগ্রহী হয়ে তাদের সাথে যোগাযোগ করলে প্রতরাক চক্রটি সাধারণ গার্মেন্টস কর্মীদের বিদেশ প্রেরণের নাম করে ভূয়া মেডিকেল পরীক্ষা করত। তারপর তাদের পাসপোর্ট জিম্মি করে লাখ লাখ টাকা আত্মসাৎ করে। পরবর্তীতে উক্ত এজেন্সিটি ভুক্তভোগীদের বিদেশ প্রেরণ না করে তাদের স্থয়ী অফিসটি বন্ধ করে আত্মগোপনে চলে যায়। ভুক্তভোগীরা প্রতারক চক্রটিকে যাতে সহজে খুজে না পায় সেজন্য চক্রটি তাদের ঠিকানায় অবস্থান না করে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে অবস্থান করত। পরর্বতীতে ভুক্তভোগীরা প্রতারক চক্রের বিষয়ে জানালে তদন্তে নামে র্যাব।
র্যাব-০৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা নিজ মুখে অকপটে স্বীকার এবং বিভিন্ন ব্যক্তির নিকট থেকে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে বলে জানায়। আসামির নিজ স্বীকারোক্তি মতে, চক্রটি বিভিন্ন ভুক্তভোগীর প্রায় ২২ লাখ টাকা আত্মসাৎ করেছে। গ্রেপ্তারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২:০৪:১৫ ১৮৯ বার পঠিত