সাবেক সেনাপ্রধান, আইজিপিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

প্রথম পাতা » জাতীয় » সাবেক সেনাপ্রধান, আইজিপিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪



সাবেক সেনাপ্রধান, আইজিপিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

চাঁদা না পেয়ে অপহরণ ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ এনে সাবেক সেনাপ্রধান অব. জেনারেল আজিজ আহাম্মেদ ও পুলিশের সাবেক আইজি বেনজীর আহাম্মেদসহ ৫ জনকে আসামি করে একটি মামলা করেছেন জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান ব্যবসায়ী সেলিম প্রধান ওরফে ডন সেলিম।

এ মামলার অপর আসামিরা হলেন- সাবেক সেনাপ্রধান অব. জেনারেল আজিজ আহাম্মদের ভাই হারিস আহমেদ জোসেফ ও তোফায়েল আহমেদ ওরফে মোহাম্মদ হাসান, র্যাব-৩ এর সাবেক অধিনায়ক শাফী উল্লাহ বুলবুল।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ২৪নং বেঞ্চের বিচারক আলী হায়দার কামাল মামলাটি আমলে নিয়ে সিআইডি পুলিশকে ঘটনার তদন্তের নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী জুবায়ের আহাম্মেদ ভূঁইয়া জানান, রূপগঞ্জের কৃতীসন্তান জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধানের কাছে ২০১৯ সালে মোটা অংকের চাঁদা দাবি করেন আসামিরা।

চাঁদার টাকা না পেয়ে কোনো প্রকার ওয়ারেন্ট ছাড়াই ব্যবসায়ী সেলিম প্রধানকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। পরে সামাজিকভাবে হেয় করতে তাকে ক্যাসিনোর সাজানো মামলায় ফাঁসিয়ে দীর্ঘদিন জেল খাটানো হয়। বিগত দিনে দেশে আইনের সুবিচার না পাওয়ার আশঙ্কায় আজ এ মামলাটি করেন তিনি।

ব্যবসায়ী সেলিম প্রধান জানান, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং যে কোনো অন্যায়ের প্রতিবাদে সোচ্চার। আশা করি, বিগত দিনে আমার প্রতি যে অবিচার করা হয়েছে, অপরাধীদের সর্বোচ্চ শাস্তির মাধ্যমে তার সুবিচার নিশ্চিত করবেন আদালত।

বাংলাদেশ সময়: ৪:১১:৪৮   ৫৭ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
বেশ কয়েকজন বিচারপতির অনিয়মের পূর্ণাঙ্গ তদন্তে রাষ্ট্রপতির অনুমোদন
হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির তথ্য দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
হাসান আরিফ ছিলেন দেশের উজ্জ্বল নক্ষত্র: আইনজীবীরা
পূর্ণাঙ্গ রায় প্রকাশ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা নতুন করে তদন্ত হওয়া উচিত: হাইকোর্ট
শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট বন্ধ হয়: পলক
গুমে জড়িত ২০ জনের পাসপোর্ট স্থগিত, দেশত্যাগে নিষেধাজ্ঞা
১০ ট্রাক অস্ত্র মামলায় জামায়াতের প্রয়াত আমিরকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড থেকে খালাস
১০ ট্রাক অস্ত্র মামলা খালাস পেলেও এখনই মুক্তি মিলছে না বাবরের
আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় লুৎফুজ্জামান বাবরের খালাস

Law News24.com News Archive

আর্কাইভ