ভোলায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন

প্রথম পাতা » সারাদেশ » ভোলায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪



 ---

দেশের চলমান পরিস্থিতিতে ওলামায়ে কেরামের ঐক্য এবং সর্বত্র ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় ওলামায়ে কেরামের করনীয় শীর্ষক জাতীয় ওলামা মাশায়েখ আইন্মা পরিষদ ভোলা জেলা উত্তর শাখার দ্বি-বার্ষিক ওলামা সম্মেলন অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (১২ই সেপ্টেম্বর) দুপুরে ভোলা শহরের সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন চিলি চাইনিজে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা সভাপতি মাওলানা ইয়াছিন নবীপুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ওলামা মাশায়েখ আইন্মা পরিষদ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মিজানুর রহমান কাসেমী।

এসময় অতিথিরা বলেন, জনগণ সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদারিত্বের অবসান চায়। জনগন অতীতের প্রতিহিংসার রাজনীতিতে ফিরে যেতে চায়না। বিগত ১৬ বছরে যারা দেশকে লুটেপুটে খেয়েছে, দেশে প্রতিহিংসার রাজনীতির প্রচলন করে দেশকে ভয়াবহতার দিকে নিয়ে গেছে, সেই আওয়ামী রাজনীতির পুনরাবৃত্তি দেখতে চায়না জনগণ। যদি কেউ প্রতিহিংসার রাজনীতি চর্চায় ফিরে যেতে চায় ছাত্র-জনতা পুনরায় তাদের বিরুদ্ধে জেগে উঠবে। ইসলাম সত্য ও সুন্দর দেশ গড়ার পক্ষে। সাধারন ছাত্র-জনতার আন্দোলরে পাশাপাশি প্রত্যেকটা আন্দোলনেই আলেম-ওলামাদের ভুমিকা ছিল গুরুত্বপূর্ন। আগামীতে ইসলামের শাসন প্রতিষ্ঠিত হলে দেশের মানুষের ভাগ্যের আমুল পরিবর্তন তথা ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হবে।

---

এসময় আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, জেলা সহসভাপতি মাওলানা ওবায়েদ বিন মোস্তফা,জেলা সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মুফতি আবদুল মমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান, জাতীয় ওলামা মাশায়েখ আইন্মা পরিষদ ভোলা জেলা সহসভাপতি মাওলানা তাজউদ্দীন ফারুকী, ভোলা জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম মোর্শেদ, তজুমদ্দিন জামিয়া হোসাইনিয়া মাদ্রাসার পরিচালক শায়খুল হাদীস মাওলানা মোসলেউদ্দিন ইসলামপুরী, পূর্ব-পাতাবুনিয়া পীর সাহেব মাওলানা মাহবুবুর রহমান ওসমানী, তুলাতুলী মাদ্রাসার মুহতামীম মাওলানা আমীর হোসেন, পশ্চিম পাতাবুনিয়া পীর সাহেব আহমদউল্লাহ তাহেরী, ইকরা বাংলাদেশ স্কুল এন্ড ক্যাডেট মাদ্রাসা ভোলা শাখার পরিচালক মাওলানা ইসরাফিল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতখান উপজেলা সভাপতি মাওলানা আবু সাঈদ আব্বাছী, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সভাপতি নুরুল ইসলাম পাটোয়ারী, বাংলা বাজার ফাতেমা খানম মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা শোয়াইব আহমেদ, জেলা ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাওলানা আবু জাফরসহ প্রমূখ।

বাংলাদেশ সময়: ১৬:২৬:০২   ১৯২ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগের ১২৫ নেতাকর্মী কারাগারে
বুয়েট ছাত্রের মৃত্যুর ঘটনায় তিন আসামি ২ দিনের রিমান্ডে
ইজতেমা মাঠে সংঘর্ষ রিমান্ডে সাদপন্থি মুয়াজ বিন নূর
বিচার বিভাগীয় তদন্ত দাবি আইনজীবী আলিফ হত্যা: তদন্ত কমিটি থেকে অব্যাহতি চেয়েছেন সব সদস্য
বিদেশে পলাতক ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
লালমোহনে সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
রাজবাড়ীতে কমরেড রেজাউল করিম রেজার ৩য় মৃত্যু বার্ষিকীতে স্বরণ সভা
আইনজীবী আলিফ হত্যায় আরেক আসামির জবানবন্দি
রাজবাড়ী জেলা বিএনপি’র কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভা
অষ্টগ্রামে মহিষ চুরির ঘটনায় দুইজনকে পিটিয়ে হত্যা

Law News24.com News Archive

আর্কাইভ