স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ীতে পুলিশ সুপার হয়ে যোগদান করলেন মোছাঃ শামিমা পারভীন।
রবিবার (৮সেপ্টেম্বর) পুলিশ সুপার হয়ে রাজবাড়ীতে যোগদান করলে জেলা প্রশাসক আবু কায়সার খান তাকে ফুলের শুভেচ্ছা জানায়।
জানাগেছে, রংপুর পিটিসি’র পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীনকে রাজবাড়ীর পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে সেই সাথে রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদকে এপিবিএন-এ বদলী করা হয়েছে।
গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে প্রদত্ত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।
জানাগেছে, ২৫ তম বিসিএস ক্যাডার শামিমা পারভীন দিনাজপুর সদর উপজেলার বাসিন্দা। তিনি ২০০৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
বাংলাদেশ সময়: ১০:৫৩:১৫ ১৮১ বার পঠিত