ছাত্র-জনতার বিপ্লবের মাসপূর্তি শহীদি মার্চ আজ

প্রথম পাতা » জাতীয় » ছাত্র-জনতার বিপ্লবের মাসপূর্তি শহীদি মার্চ আজ
বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪



ছাত্র-জনতার বিপ্লবের মাসপূর্তি

সরকারি চাকরিতে কোটা সংস্কার থেকে একদফার আন্দোলন। আন্দোলনের জেরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান। প্রবল গণআন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। ১৫ বছরের বেশি স্থায়ী কর্তৃত্ববাদী সরকারের পতন হয় ৫ই আগস্ট। রক্তাক্ত এই বিপ্লবে সহস্র ছাত্র-জনতা প্রাণ দিয়েছেন। আহত-পঙ্গু হয়েছেন হাজার হাজার মানুষ। আন্দোলনে স্বাধীন দেশের ইতিহাসে সাধারণ জনতার উপর নজিরবিহীন বল প্রয়োগের ঘটনা ঘটে। সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্বরতা চালায় আন্দোলনরতদের ওপর। হেলিকপ্টার থেকে চালানো হয় গুলি। ছোড়া হয় টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড।

গুলিতে নিহত আন্দোলনকারীদের লাশ আগুনে পুড়িয়ে দেয়ার মতো বর্বর ঘটনাও ঘটেছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন এক পর্যায়ে প্রবল গণআন্দোলনে রূপ নেয়। এতে অংশ নেন সব শ্রেণি-পেশার মানুষ। আন্দোলন ছড়িয়ে পড়ে গোটা বাংলাদেশে। একের পর অভিনব কর্মসূচি দিয়ে আন্দোলন জোরদার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে আন্দোলনে যুক্ত হয় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল। ৩৬ দিনের সফল আন্দোলন শেষ হয় সরকারের নজিরবিহীন পতনের মধ্যদিয়ে। দেশের ইতিহাসে প্রথমবার কোনো সরকার প্রধান পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান।

ছাত্র-জনতার আন্দোলনে হতাহতদের স্মরণে আজকের দিনটিকে স্মরণীয় করে রাখতে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম এ কর্মসূচি ঘোষণা করেন। সারজিস আলম বলেন, বৃহস্পতিবার ছাত্র-জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে ‘শহীদি মার্চ’ করতে চাই। সারা দেশে ইউনিয়ন থেকে মহানগর সব পর্যায়ে শহীদদের স্মৃতি ধারণ করে, আহত ভাইবোন যারা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, যে ভাইবোনেরা হাত-পা-চোখ হারিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ কর্মসূচি পালন করা হবে। সারজিস আলম বলেন, আগামীকাল বেলা তিনটায় ঢাকায় শহীদি মার্চ শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে। এরপর নীলক্ষেত, নিউমার্কেট, কলাবাগান, মিরপুর রোড ধরে মানিক মিয়া এভিনিউ ও সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কাওরান বাজার, শাহবাগ ও রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে কর্মসূচি শেষ হবে।

বাংলাদেশ সময়: ১:১৯:৫৪   ৬০ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
বেশ কয়েকজন বিচারপতির অনিয়মের পূর্ণাঙ্গ তদন্তে রাষ্ট্রপতির অনুমোদন
হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির তথ্য দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
হাসান আরিফ ছিলেন দেশের উজ্জ্বল নক্ষত্র: আইনজীবীরা
পূর্ণাঙ্গ রায় প্রকাশ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা নতুন করে তদন্ত হওয়া উচিত: হাইকোর্ট
শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট বন্ধ হয়: পলক
গুমে জড়িত ২০ জনের পাসপোর্ট স্থগিত, দেশত্যাগে নিষেধাজ্ঞা
১০ ট্রাক অস্ত্র মামলায় জামায়াতের প্রয়াত আমিরকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড থেকে খালাস
১০ ট্রাক অস্ত্র মামলা খালাস পেলেও এখনই মুক্তি মিলছে না বাবরের
আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় লুৎফুজ্জামান বাবরের খালাস

Law News24.com News Archive

আর্কাইভ