স্বপন বিশ্বাস রাজবাড়ীঃ রাজবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে জেলা বিএনপি।
রবিবার (১সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপি’র কার্যালয়ে দলীয় ও জাতীয়
পতাকা উত্তোলন এর মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন নেতাকর্মীরা।
ওইসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ লিয়াকত আলী বাবু, সদস্য সচিব এ্যাডঃ কামরুল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, পৌর বিএনপির সাধারন সম্পাদক এম. এ খালেদ পাভেলসহ অন্যান্য নেতাকর্মীরা।
ভোলার লালমোহনে বিএনপি’র মিলাদ মাহফিল অনুষ্ঠিত
এম রিয়াজ উদ্দিন, লালমোহন (ভোলা) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ও দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ভোলার লালমোহনে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বাদ মাগরিব লালমোহন উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম ।
পরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টুর সভাপতিত্বে এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সফিউল্যাহ হাওলাদার, পৌরসভা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মিজান হাওলাদারসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ৮:৪০:৩১ ১৪০ বার পঠিত