দীর্ঘ ৬২বছর পর নির্মাণ হলো রাজবাড়ীর শ্রীপুর সরকারী প্রাথমিক স্কুল গেট

প্রথম পাতা » সারাদেশ » দীর্ঘ ৬২বছর পর নির্মাণ হলো রাজবাড়ীর শ্রীপুর সরকারী প্রাথমিক স্কুল গেট
শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪



---


স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ দীর্ঘ ৬২বছর পর রাজবাড়ী জেলা শহরের  শ্রীপুর সরকারী প্রাথমিক স্কুল গেট নির্মাণ করা হয়েছে, আর যার অক্লান্ত পরিশ্রম ও চেষ্টায়  স্কুলগেটটি  নির্মাণ করা হয়েছে  বলছি সেই মানুষটার কথা।



সংক্ষিপ্ত বিবরণ,

আড়াই বছর আগে ও পরে! ১৯৬২ সালে স্থাপন করা হয় রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।


আড়াই বছর আগে,  এই প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হন, দৈনিক কালের কন্ঠ, একুশে টেলিভিশন ও রাজবাড়ী বার্তা’র সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন। তখন তিনি লক্ষ্য করলেন

বৃষ্টি নামলেই স্কুল মাঠে জমে যায় হাটু পানি, বন্ধ থাকতো ক্লাস। স্কুল শিক্ষক ও শিক্ষার্থীদের সে এক অবর্ণনীয় দূর্ভোগ।


৬০ বছরের পুরোনো স্কুল হলেও সেখানে নেই কোন স্কুল গেট, বাউন্ডারি দেওয়াল, উন্মুক্ত মঞ্চ ও অভিভাবকদের বসবার স্থান।


বিদ্যালয়ের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, এই আড়াই বছরে সরকারি অর্থ ছাড়াই ব্যক্তি উদ্যোগে স্কুল মাঠ মাটি দিয়ে ভরাট করা, পয়ঃনিস্কান ব্যবস্থা করা, টেরাকোটা যুক্ত উন্মুক্ত মঞ্চ এবং ৭৩ জন অভিভাবক বসবার জন্য পাকা সিট ব্রেঞ্চ নির্মাণ করি।


সবশেষে গত বৃহস্পতিবার (২৯আগস্ট) ড. নিম হাকিমের অর্থায়নে উদ্বোধন করা হয় স্কুল গেট।


গেট উদ্বোধনের পর  দুপুরে স্কুলের প্রবেশ রাস্তায় দাঁড়িয়ে স্কুলের যে ভিউ দেখলাম তাতে আমি আনন্দিত, পুলকিত, অনেক খুশি। অথচ এই কাজ গুলো করতে গিয়ে শুনতে হয়েছে গালমন্দ, রুখতে হয়েছে নানা ষড়যন্ত্র। আমি কৃতজ্ঞ সেই মানুষ গুলোর কাছে যারা আমার পাশে শক্ত ভাবে দাঁড়িয়ে অনুপ্রেরণা দিয়েছেন, দিয়েছেন অর্থ, জুগিয়েছেন সাহস। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ডা. নিম হাকিম, আজম আলী মন্ডল, আবুল কালাম, রকিব হাসান মিঠু, ভাস্কর শেখ ইয়াছিন, রেজাউল স্যার, নাছিমা আপাসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, এসএমসি ও পিটিএ কমিটির সদস্যদের কাছে। আল্লাহতালা উনাদের প্রত্যেককে ভালো ও সুস্থ রাখুন।

বাংলাদেশ সময়: ২৩:২০:০০   ৬৪ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগের ১২৫ নেতাকর্মী কারাগারে
বুয়েট ছাত্রের মৃত্যুর ঘটনায় তিন আসামি ২ দিনের রিমান্ডে
ইজতেমা মাঠে সংঘর্ষ রিমান্ডে সাদপন্থি মুয়াজ বিন নূর
বিচার বিভাগীয় তদন্ত দাবি আইনজীবী আলিফ হত্যা: তদন্ত কমিটি থেকে অব্যাহতি চেয়েছেন সব সদস্য
বিদেশে পলাতক ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
লালমোহনে সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
রাজবাড়ীতে কমরেড রেজাউল করিম রেজার ৩য় মৃত্যু বার্ষিকীতে স্বরণ সভা
আইনজীবী আলিফ হত্যায় আরেক আসামির জবানবন্দি
রাজবাড়ী জেলা বিএনপি’র কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভা
অষ্টগ্রামে মহিষ চুরির ঘটনায় দুইজনকে পিটিয়ে হত্যা

Law News24.com News Archive

আর্কাইভ