বরিশালে দুর্নীতির মামলায় স্বামী-স্ত্রীর কারাদণ্ড

প্রথম পাতা » প্রধান সংবাদ » বরিশালে দুর্নীতির মামলায় স্বামী-স্ত্রীর কারাদণ্ড
বুধবার, ২৮ আগস্ট ২০২৪



বরিশালে দুর্নীতির মামলায় স্বামী-স্ত্রীর কারাদণ্ড

অবৈধ সম্পদ অর্জন ও মিথ্যা তথ্য দেওয়ায় ভাণ্ডারিয়া উপজেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর শাহনাজ পারভীন ও স্বামী মাহফুজুুর রহমানকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকালে বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদি আল মাসুদ রায় দেন। বুুধবার সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

রায়ে শাহনাজকে দুই ধারায় ৫ বছর কারাদণ্ডের পাশাপাশি ৪১ লাখ চার হাজার ৮৪৭ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে শাহনাজকে ৯ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া শাহনাজের স্বামী মাহফুজুুরকে তিন বছর কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে মাহফুজুুরকে আরও তিনমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় স্বামী-স্ত্রী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

দণ্ডিত ভাণ্ডারিয়া উপজেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর শাহনাজ পারভীন ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পশ্চিম আউরা গ্রামের বাসিন্দা। অপর দণ্ডিত হলেন শাহনাজের স্বামী একই গ্রামের বাসিন্দা মাহফুজুুর রহমান।

আদালতের বেঞ্চ সহকারী আবুল বাশার বলেন, ২০১৭ সালের ২৭ জুলাই দুদকে দেওয়া সম্পদ বিবরণীতে শাহনাজ পারভীনের ১২ লাখ ৬৪৯ টাকার তথ্য গোপন করেন। তখন ৩৪ লাখ ২৩ হাজার ৮০০ টাকার মিথ্যা তথ্যও দেন তিনি। তারপর তদন্তে ৫০ লাখ ৬২ হাজার ৬৪৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের প্রমাণ মেলে। তিনি আরও বলেন, এ ঘটনায় ২০১৮ সালের ৬ আগস্ট দুদকের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবুল হাসেম কাজী বাদী হয়ে শাহনাজকে আসামি করে মামলা করেন। মামলাটি দায়ের বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি মডেল থানায়। তদন্ত শেষে স্ত্রীকে সহায়তার অভিযোগে মাহফুজুুরসহ শাহনাজের বিরুদ্ধে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

বাংলাদেশ সময়: ২৩:১১:০৯   ৪৪ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


সিরিয়াতে রাজনৈতিক প্রভাব বিস্তারে মরিয়া তুরস্ক, উদ্বেগ ইসরাইলের
শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
অর্থ আত্মসাৎ: যুক্তরাজ্যে শেখ রেহানার কন্যা টিউলিপকে জিজ্ঞাসাবাদ
বেশ কয়েকজন বিচারপতির অনিয়মের পূর্ণাঙ্গ তদন্তে রাষ্ট্রপতির অনুমোদন
যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগের ১২৫ নেতাকর্মী কারাগারে
দীপ্ত টিভির তামিম হত্যার ঘটনায় অন্যতম আসামি গ্রেফতার
বুয়েট ছাত্রের মৃত্যুর ঘটনায় তিন আসামি ২ দিনের রিমান্ডে
হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির তথ্য দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ইজতেমা মাঠে সংঘর্ষ রিমান্ডে সাদপন্থি মুয়াজ বিন নূর
সাবেক সমাজকল্যাণ সচিব ইসমাইল ২ দিনের রিমান্ডে

Law News24.com News Archive

আর্কাইভ