বান্দরবান প্রেসক্লাব পুনর্গঠন, সভাপতি ওসমান গণি, সাধারণ সম্পাদক শাহরিয়ার

প্রথম পাতা » সারাদেশ » বান্দরবান প্রেসক্লাব পুনর্গঠন, সভাপতি ওসমান গণি, সাধারণ সম্পাদক শাহরিয়ার
সোমবার, ১২ আগস্ট ২০২৪




মোহাম্মদ নাসির উদ্দীন তিজো, বান্দরবান প্রতিনিধি:

---

বান্দরবান প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন করা হয়েছে। রবিবার (১১ আগস্ট) বিকালে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে পুন:গঠিত এই কমিটির আত্মপ্রকাশ করা হয়। পুনর্গঠন কমিটিতে দৈনিক সচিত্র মৈত্রীর সম্পাদক অধ্যাপক মো: ওসমান গণিকে সভাপতি এবং এনটিভি, যুগান্তর ও আজাদী পত্রিকার প্রতিনিধি আলাউদ্দীন শাহরিয়ার’কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নতুন পুনর্গঠন এই কমিটি অন্যরা হলেন- সহসভাপতি হিসেবে প্রবীন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এম.এ হাকিম চৌধুরী, ফিন্যান্সসিয়াল এক্সপ্রেস প্রতিনিধি মুছা ফারুকী, দৈনিক সাঙ্গু পত্রিকার স্টাফ রিপোর্টার মো: হোসাইন সম্রাট, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে একাত্তর টিভি ও চট্টগ্রাম মঞ্চ পত্রিকার প্রতিনিধি জহির রায়হান, সময় টিভি ও আমাদের সময় পত্রিকার প্রতিনিধি এন.এ জাকির, কোষাধ্যক্ষ হিসেবে জিটিভি প্রতিনিধি মো: ইসহাক, দপ্তর সম্পাদক হিসেবে বাংলাভিশন টেলিভিশন এর প্রতিনিধি আল ফয়সাল বিকাশ, পাঠাগার সম্পাদক হিসেবে ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি মংসানু মার্মা ও নির্বাহী সদস্য হিসেবে বিটিভি ও কালেরকণ্ঠ স্টাফ করেসপন্ডেন্ট মনিরুল ইসলাম মুন। এসময় বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে যমুনা টিভির স্টাফ করেসপন্ডেন্ট বাটিং মার্মা, আরটিভির মো: শাফায়েত হোসেন, একুশে টিভির নজরুল ইসলাম টিটু, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এর মংখিং মার্মাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। সভায় পুন:গঠিত কমিটির প্রেসক্লাব সভাপতি অধ্যাপক মো: ওসমান গণি বলেন, নবীন প্রবীন সকলে মিলেমিশে থাকতে চাই। এই প্রেসক্লাব বান্দরবান জেলায় কর্মরত সকল সংবাদকর্মী ভাইদের। কারো একক সম্পত্তি না। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বান্দরবান প্রেসক্লাব একটি সিন্ডিকেট এর মধ্যে আবদ্ধ ছিল। সেই সিন্ডিকেটটি ভেঙ্গে সকল সাংবাদিকদের জন্য উন্মুক্ত করেছি। সকলের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। যাতে করে কেউ বৈষম্যের শিকার না হয়। উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী এক তৃতীয়াংশ সাংবাদিকদের তোপের মুখে পড়ে পদত্যাগ করে প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত করে বৈষম্য বিরোধীদের কাছে দখল হস্তান্তর করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু। পরে বান্দরবান জেলার অধিকাংশ সাংবাদিকদের সম্মতিক্রমে বান্দরবান প্রেসক্লাব এর কমিটি পুন:গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:২৫:৫৩   ৭০ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগের ১২৫ নেতাকর্মী কারাগারে
বুয়েট ছাত্রের মৃত্যুর ঘটনায় তিন আসামি ২ দিনের রিমান্ডে
ইজতেমা মাঠে সংঘর্ষ রিমান্ডে সাদপন্থি মুয়াজ বিন নূর
বিচার বিভাগীয় তদন্ত দাবি আইনজীবী আলিফ হত্যা: তদন্ত কমিটি থেকে অব্যাহতি চেয়েছেন সব সদস্য
বিদেশে পলাতক ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
লালমোহনে সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
রাজবাড়ীতে কমরেড রেজাউল করিম রেজার ৩য় মৃত্যু বার্ষিকীতে স্বরণ সভা
আইনজীবী আলিফ হত্যায় আরেক আসামির জবানবন্দি
রাজবাড়ী জেলা বিএনপি’র কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভা
অষ্টগ্রামে মহিষ চুরির ঘটনায় দুইজনকে পিটিয়ে হত্যা

Law News24.com News Archive

আর্কাইভ