কনডেম সেলে ২৪ বছর: শরীফা-সামাদের সাজা কমে আমৃত্যু কারাদণ্ড

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » কনডেম সেলে ২৪ বছর: শরীফা-সামাদের সাজা কমে আমৃত্যু কারাদণ্ড
শনিবার, ৩ আগস্ট ২০২৪



কনডেম সেলে ২৪ বছর: শরীফা-সামাদের সাজা কমে আমৃত্যু কারাদণ্ড

গৃহকর্ত্রী হত্যার ঘটনায় ২৪ বছর ধরে কনডেম সেলে থাকা গৃহকর্মী শরীফা বেগম ও আব্দুস সামাদ আজাদের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ। অবিলম্বে তাদের সাধারণ সেলে স্থানান্তরের নির্দেশও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেয়।

আপিল আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, ২৪ বছর ধরে গৃহকর্মী শরীফা বেগম ও আব্দুস সামাদ আজাদ নামের আরেকজন কনডেম সেলে আছেন। দেশের ইতিহাসে তারাই সবচেয়ে বেশি সময় কনডেম সেলে আছেন।

গত ১ জুলাই একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে, ১৯৯৮ সালের ২২ মে রাজধানীর মতিঝিল থানার অধীন শান্তিনগর এলাকার ১১৪/৩ ভবনের চতুর্থতলার একটি ফ্ল্যাটে রুবিনা আক্তার নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার সময় রুবিনার স্বামী মাঈন উদ্দিন আহমেদ ঋতু চাকরি সূত্রে যুক্তরাষ্ট্রে ছিলেন। তাদের দুই বছর বয়সি মেয়ে মাইসা হত্যাকাণ্ডের সময় অক্ষত থাকে।

এ ঘটনায় নিহত রুবিনার বড় ভাই জাফর ইমাম মতিঝিল থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে পুলিশ আবদুস সামাদ আজাদ ওরফে সামাদ, শরীফা, এমদাদুল হক এমদাদ ও আবু ইউসুফ নিয়াজী ওরফে আরিফকে গ্রেফতার করে। তদন্ত শেষে এই চারজনকে আসামি করে একই বছরের ১৫ জুন আদালতে অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা।

একই বছরের ২১ সেপ্টেম্বর ঢাকা মহানগর অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। ২০০০ সালের ৩১ অক্টোবর সামাদ ও শরীফাকে মৃত্যুদণ্ড, এমদাদ ও আরিফকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। রায়ের দিন সামাদ ও শরীফাকে পাঠিয়ে দেওয়া হয় ফাঁসির আসামিদের সেলে।

মামলায় বলা হয়- রুবিনার ফ্ল্যাটে গৃহকর্মীর কাজ করতেন শরীফা। একই ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে গৃহকর্মী সামাদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। এ নিয়ে শরীফাকে মারধর করে তাড়িয়ে দেন রুবিনা।

আসামি আরিফ ও এমদাদ ছিলেন ওই ভবনের দারোয়ান। শরীফার সঙ্গে সামাদের বিয়ে দিতে এবং রুবিনার ওপর প্রতিশোধ নিতে আসামিরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হওয়ার পর প্রধান বিচারপতির নজরে এলে তিনি শরীফার আপিল মামলাটি শুনানির উদ্যোগ নেন।

বাংলাদেশ সময়: ২:০১:০৫   ৭৭ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


আপিল শুনানি শুরু বাবরের খালাস চাইলেন আইনজীবী শিশির
হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন শমী কায়সার
অর্ধশত বিচারক ও কর্মকর্তার দুর্নীতির তদন্ত চেয়ে রিট
দুদকের মামলা হাইকোর্টে সাবেক ওসি প্রদীপের স্ত্রীর জামিন
মানি লন্ডারিং মামলায় খালাস পেলেন তারেক রহমানের বন্ধু মামুন
এসপি বাবুল আক্তারের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই
রিট খারিজ সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণ বিধিনিষেধ প্রত্যাহার হচ্ছে না
আমু-কামরুলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
পিলখানা হত্যাকাণ্ড তদন্তে কমিশন গঠনে দেরি, উষ্মা প্রকাশ হাইকোর্টের
গুমের মামলায় সাবেক ২ র‌্যাব কর্মকর্তাকে গ্রেফতার দেখাল ট্রাইব্যুনাল

Law News24.com News Archive

আর্কাইভ