বৃটিশ পার্লামেন্টে আবার বাংলাদেশ প্রসঙ্গ প্রাণহানি অগ্রহণযোগ্য, সংযত থাকার আহ্বান

প্রথম পাতা » আন্তর্জাতিক » বৃটিশ পার্লামেন্টে আবার বাংলাদেশ প্রসঙ্গ প্রাণহানি অগ্রহণযোগ্য, সংযত থাকার আহ্বান
শনিবার, ২৭ জুলাই ২০২৪



বৃটিশ পার্লামেন্টে আবার বাংলাদেশ প্রসঙ্গ।

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বৃটিশ পার্লামেন্টে প্রশ্ন তুলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত লেবার দলের এমপি ড. রূপা হক। কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশে ‘থ্রি ফিগারের’ মানুষ মারা গেছে। ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে। এসব নিয়ে তিনি প্রশ্ন তোলেন। বৃহস্পতিবার তিনি পার্লামেন্টে বলেন, বাংলাদেশে যা চলছে, তা নিয়ে সাম্প্রতিক দিনগুলোতে রোম, প্যারিস, ম্যানচেস্টার, লন্ডনের ট্রাফালগার স্কয়ারে বিক্ষোভ দেখা গেছে। বাংলাদেশে তিন সংখ্যার ছাত্র ও বিক্ষোভকারী নিহত হয়েছেন। ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কারণে আমরা সঠিক সংখ্যাটি জানি না। তিনি প্রশ্ন করেন, আমরা কি এ বিষয়ে আমাদের (যুক্তরাজ্য সরকার) অবস্থান সম্পর্কে একটি জরুরি সরকারি বিবৃতি দিতে পারি? এসব পরিস্থিতিতে আমাদের একটি ঐতিহাসিক ও অনন্য ভূমিকা রয়েছে।

তার প্রশ্নের জবাব দেন পার্লামেন্টে সরকারের মুখপাত্র পাওয়েল এমপি। তিনি বলেন, রুপা একটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন। তিনি আগেই বলেছেন, সাম্প্রতিক দিনগুলোতে সহিংসতার বিষয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন।

প্রাণহানি অগ্রহণযোগ্য। প্রতিবাদ করার অধিকার ও ইন্টারনেট পরিষেবা পুনরুদ্ধার করতে হবে। এ ব্যাপারে তারা সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানান। তিনি জানান, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীসহ পররাষ্ট্র দপ্তরের মন্ত্রীরা এসব হালনাগাদ তথ্য জানতে চাইবেন। সাপ্তাহিক ছুটির আগে এই গুরুত্বপূর্ণ হালনাগাদ তথ্যগুলো যাতে আনা হয়, তা নিশ্চিত করার জন্য সব সম্ভাব্য পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে গত ২২ জুলাই আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আফসানা বেগম কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত, প্রাণহানির ঘটনায় যুক্তরাজ্যের পার্লামেন্টে ‘আর্লি ডে মোশন’ উত্থাপন করেন। এতে লেবার পার্টির সাবেক প্রধান ও বর্তমান স্বতন্ত্র এমপি জেরেমি করবিনসহ ২২ এমপি স্বাক্ষর করেছেন।

বাংলাদেশ সময়: ৭:২৫:১৭   ৬৪ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ভারতের সশস্ত্রবাহিনীকে প্রস্তুত থাকতে বললেন রাজনাথ
পণবন্দি নিয়ে ইসরাইলে বিক্ষোভ তুঙ্গে, চাপে নেতানিয়াহু
হিন্দুস্তান টাইমসের নিবন্ধ বাংলাদেশের জনগণ কী চায় তা দিল্লির বোঝা উচিত
দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ বাংলাদেশ পুলিশ কি জনগণের আস্থা পুনরুদ্ধার করতে পারবে?
বাংলাদেশে ক্ষমতার পালাবদল দিল্লির জন্য উদ্বেগের নয়: শশী থারুর
আল জাজিরার বিশ্লেষণ ইসলাম আতঙ্ক ছড়াতে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের খবর
নিউ ইয়র্ক টাইমসের নিবন্ধ: ক্র্যাকডাউনের পর গর্জে উঠেছে বাংলাদেশ
এএফপি’র রিপোর্ট খুব কাছ থেকে গুলি মর্মান্তিক সংঘর্ষের ছবি প্রকাশ পাচ্ছে
বিবিসির প্রতিবেদন আবারও জ্বলে উঠেছে বাংলাদেশের ছাত্র আন্দোলন
বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিরোধ আমাকে শিখাতে আসবেন না- মমতা

Law News24.com News Archive

আর্কাইভ