৫ দিনের রিমান্ডে আন্দালিব রহমান পার্থ

প্রথম পাতা » জাতীয় » ৫ দিনের রিমান্ডে আন্দালিব রহমান পার্থ
শুক্রবার, ২৬ জুলাই ২০২৪



৫ দিনের রিমান্ডে আন্দালিব রহমান পার্থ।

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দীনের আদালতে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করা হয়।

এর আগে দুপুরে পার্থকে আদালতে তুলে তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ।

গত বুধবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে পার্থকে আটক করা হয়।

গতকাল দুপুরে তাকে গ্রেপ্তার দেখায় ডিবি। কোটা আন্দোলনের সময় সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

ব্যারিস্টার পার্থের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিবিপ্রধান হারুন-উর-রশিদ।

আদালতে যা বললেন আন্দালিব রহমান পার্থ

দেশের চলমান রাজনীতির পরিস্থিতির কারণে একটা জেনারেশন রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

বৃহস্পতিবার (২৫ জুলাই) কোটা আন্দোলনের সময় সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের মামলায় রিমান্ড শুনানিকালে তিনি এ মন্তব্য করেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ মিয়া তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী ব্যারিস্টার আলী বাশার রিমান্ড বাতিলপূর্বক জামিন আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিন জামিন নামঞ্জুর করে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

রিমান্ড শুনানির এক পর্যায়ে পার্থ বলেন, ‘আলহামদুলিল্লাহ, রাজনৈতিক জীবনে অল্প সময়ে আল্লাহর রহমতে অনেক মানুষের বিশ্বাসের জায়গায় যেতে পেরেছি। আমাদের মতো যারা পজিটিভ রাজনীতি করে, তাদের দেখে যেন আরো ১০টা ছেলে বাংলাদেশের রাজনীতিতে আসে, এটাই চাওয়া। আমরা চাই, দেশে আইনের শাসন হোক।

রাজনীতি বাঁচলে দেশ বাঁচবে। রাতারাতি একটা দেশ পরিবর্তন হয় না। দেশের চলমান রাজনীতির পরিস্থিতির কারণে একটা জেনারেশন রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যেটা কাম্য নয়। এখন একমাত্র আল্লাহর ওপরই ভরসা।

গত বুধবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে পার্থকে আটক করা হয়। আজ দুপুরে তাকে গ্রেপ্তার দেখায় ডিবি। কোটা আন্দোলনের সময় সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ব্যারিস্টার পার্থকে

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান। ব্যারিস্টার পার্থের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে, এ কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি। বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে গ্রেপ্তারের তথ্য জানান তিনি।

এর আগে বুধবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

ডিবি হারুন বলেছেন, ব্যারিস্টার পার্থের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল (বৃহস্পতিবার) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

তবে সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থকে মহাখালীতে সেতু ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার জয়নুল আবেদিন।

সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়েছেন ব্যারিস্টার পার্থ। এ জন্য তাকে তুলে নেওয়া হতে পারে বলে পরিবার ও দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

বাংলাদেশ সময়: ১০:২৭:৩০   ৩৬ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


আয়নাঘরের আদ্যোপান্ত: পর্ব: ৪
অন্তর্বর্তীকালীন সরকারের ১ মাস চ্যালেঞ্জ-ষড়যন্ত্র সামলে সংস্কারের সূচনা
সাবেক ভূমিমন্ত্রীসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম
আয়নাঘরের আদ্যোপান্ত: পর্ব: ৩
এস আলম ও তার জামাতা বেলালসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
দুদকের অভিযান শিগগির রিসোর্টে শতকোটি টাকার বিনিয়োগ আজিজের
আয়নাঘরের আদ্যোপান্ত: পর্ব: ২
হাসিনা পরিবারের নামে জমি বরাদ্দ টপ সিক্রেট কেন?
গণভবনকে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ করার সিদ্ধান্ত

Law News24.com News Archive

আর্কাইভ