ইসরাইলের ভয়াবহ হামলায় নিহত ১২৯ ফিলিস্তিনি

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলের ভয়াবহ হামলায় নিহত ১২৯ ফিলিস্তিনি
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪



ইসরাইলের ভয়াবহ হামলায় নিহত ১২৯ ফিলিস্তিনি।

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের ভয়াবহ হামলায় আরও ১২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। উদ্ধারকর্মীরা যেতে না পারায় অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন।

বুধবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দক্ষিণ খান ইউনিসে ইসরাইলের হামলায় নতুন করে আরও ১২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের নিয়ে গত ৯ মাসেরও বেশি সময় ধরে চলা হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ হাজার ১৪৫ জনে। আহত হয়েছেন ৯০ হাজার ২৫৭ জন।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে প্রবেশ করে গাজার শাসক দল হামাসের প্রাণঘাতী হামলার জবাবে উপত্যকায় প্রায় বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। হামাসের ওই হামলায় নিহত হয় ১২০০ মতো ইসরাইলি। ওইদিন দুই শতাধিক ইসরাইলিকে বন্দি করে গাজায় নিয়ে আসেন সশস্ত্র ফিলিস্তিনিরা।

ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় নির্বিচার হামলা শুরু দখলদার দেশ ইসরাইল। তাদের হামলা থেকে রেহাই পায়নি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ কিংবা গির্জার মতো বেসামরিক স্থাপনা।

হামলার পর বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া অনেকেই নিখোঁজ হয়েছেন। তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকাজুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন।

বাংলাদেশ সময়: ১১:১৬:১৩   ৫৭ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


হামাসের শীর্ষ প্রধান সিনওয়ার নিহত: ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী
ইসরাইলি হামলায় নিহত ৪০ ফিলিস্তিনি
পাচার হওয়া অর্থ উদ্ধার নিয়ে ওয়াশিংটনে আলোচনা
উপসাগরীয় দেশগুলোকে ইরানের কঠোর হুঁশিয়ারি
রয়টার্সের প্রতিবেদন আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ চুক্তি বহাল রাখতে পারে বাংলাদেশ
ওয়াশিংটনে পররাষ্ট্র সচিবের সিরিজ বৈঠক অন্তর্বর্তী সরকারকে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের আশ্বাস পুনর্ব্যক্ত
৮৬ বছর বয়সে মারা গেছেন ভারতের শীর্ষস্থানীয় শিল্পপতি রতন টাটা
গাজায় নিহতের সংখ্যা ৪২,০০০ ছাড়িয়েছে লেবানন থেকে রকেট হামলায় ২ ইসরাইলি নিহত
গাজার ৭৫ ভাগ ভবন ধ্বংসস্তূপ, জিম্মিদের জীবন ইসরাইলের ওপর নির্ভর করে
হাতে আগুন দিয়ে ইসরাইলি নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ

Law News24.com News Archive

আর্কাইভ