যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ করছে রুশ অ্যান্টি-ভাইরাস কোম্পানি ক্যাসপারস্কি

প্রথম পাতা » প্রযুক্তি » যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ করছে রুশ অ্যান্টি-ভাইরাস কোম্পানি ক্যাসপারস্কি
বুধবার, ১৭ জুলাই ২০২৪



যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ করছে রুশ অ্যান্টি-ভাইরাস কোম্পানি ক্যাসপারস্কি

রাশিয়ার অ্যান্টি-ভাইরাস কোম্পানি ক্যাসপারস্কি যুক্তরাষ্ট্রে তাদের সফটওয়্যার ক্রয়বিক্রয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রে কোম্পানিটির সকল প্রকার সফটওয়্যার বাজারজাত এবং বিক্রিতে নিষেধাজ্ঞা দিলে এমন সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার ওই সফটওয়্যার কোম্পানিটি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে বলা হয়, ক্যাসপারস্কি বিবিসিকে বলেছে যে যুক্তরাষ্ট্রে ব্যবসার সুযোগ নষ্ট হওয়াতে তাদের সেখানে ব্যবসা গুটিয়ে নিতে হচ্ছে। তবে এই সিদ্ধান্তকে দুঃখজনক এবং কঠিন বলে উল্লেখ করেছে প্রতিষ্ঠানের কর্মকর্তারা। প্রতিষ্ঠানটির বাণিজ্য সচিব জিনা রাইমন্ডো গত মাসে বলেছিলেন, কোম্পানির উপরে মস্কোর প্রভাব যুক্তরাষ্ট্রে ব্যবসা পরিচালনায় উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করেছে।

এর আগে গত জুনে যুক্তরাষ্ট্রে রাশিয়ার সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে ক্যাসপারস্কি সফটওয়্যারকে নিষিদ্ধ করে বাইডেন প্রশাসন। এতে করে রাশিয়া এবং চীনের মতো বিদেশি প্রতিপক্ষ দেশগুলোর সাথে মার্কিন বিভিন্ন সংস্থা ও প্রযুক্তি সংস্থার মধ্যকার লেনদেন নিষিদ্ধ বা সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি। ক্যাসপারস্কি গত দুই দশক ধরে যুক্তরাষ্ট্রে তাদের ব্যবসা চালিয়ে আসছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে আগামী ২০ জুলাই থেকে ক্রমান্বয়ে তারা তাদের কার্যক্রম বন্ধ করা শুরু করবে। তবে এই সিদ্ধান্তের মাধ্যমে তারা শুধু যুক্তরাষ্ট্র থেকে তাদের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রে ক্যাসপারস্কি ইতোমধ্যেই তাদের অ্যান্টিভাইরাস এবং সাইবারসিকিউরিটি টুলের বিক্রি বন্ধ করেছে।

গত মাসে বাইডেন প্রশাসন ক্যাসপারস্কির বিক্রয় এবং বিতরণ নিষিদ্ধের ঘোষণা দেয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ সময়: ০:৫৩:৫১   ২৯ বার পঠিত  




প্রযুক্তি’র আরও খবর


ফেসবুক ও হোয়াটসঅ্যাপ বন্ধের নির্দেশ
আজ বিকেল ৩টা থেকে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট
ফেসবুক খুলবে কবে?
আগামী সপ্তাহে চালু হবে মোবাইল ইন্টারনেট
ইন্টারনেট সীমিতভাবে চালু হলো পাঁচ দিন পর
দেশের বিভিন্ন এলাকায় মোবাইল ইন্টারনেটে ফেসবুকে প্রবেশ করা যাচ্ছে না
যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ করছে রুশ অ্যান্টি-ভাইরাস কোম্পানি ক্যাসপারস্কি
ডিএমপির নতুন ইউনিট ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড মিডিয়া মনিটরিং’
মেডিকেল শিক্ষার্থী গ্রেপ্তার নারীদের ফাঁদে ফেলে অনলাইনে-সরাসরি বাধ্য করা হতো যৌনকর্মে, মেডিকেল শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৮
সারাদেশে ৫০ লাখ মানুষ অনলাইন জুয়ায় জড়িত: পলক

Law News24.com News Archive

আর্কাইভ