ডিজিটাল নিরাপত্তা আইনের চলমান মামলা বাতিলের সুযোগ নেই: আইনমন্ত্রী

প্রথম পাতা » জাতীয় সংসদ » ডিজিটাল নিরাপত্তা আইনের চলমান মামলা বাতিলের সুযোগ নেই: আইনমন্ত্রী
বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩



 

ডিজিটাল নিরাপত্তা আইনের চলমান মামলা বাতিলের সুযোগ নেই: আইনমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হলেও এ আইনের অধীনে যেসব মামলা চলমান আছে সেগুলো বাতিলের সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে গণফোরামের সদস্য মোকাব্বির খানের লিখিত উত্তরে তিনি এ কথা জানান। ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অধিবেশনে সভাপতিত্ব করেন।

বিরোধী দলের সংসদ সদস্যদের তীব্র আপত্তির মুখে গতকাল বুধবার জাতীয় সংসদে ‘সাইবার নিরাপত্তা বিল’ পাস হয়েছে।

বিলটির সমালোচনা করে বিরোধী দলের সংসদ সদস্যরা বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মতো নতুন আইনটিও মানুষের বাক্‌ ও চিন্তার স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতার পথে বাধা হয়ে দাঁড়াবে। এটি সংবিধান পরিপন্থী।

বৃহস্পতিবার সাইবার নিরাপত্তা আইন নিয়ে সংসদ প্রশ্ন করে মোকাব্বির খান। জবাবে আইনমন্ত্রী বলেন, আইনের অবস্থান হলো যেসব অপরাধ পুরোনো আইনে করা হয়েছে, সেই পুরোনো আইনে যে শান্তি, সেই শাস্তি অপরাধীকে আদালত প্রদান করবে। আমাদের সংবিধানের ৩৫ অনুচ্ছেদে বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ সংক্রান্ত যে বিধান রয়েছে তাতে উল্লেখ করা হয়েছে- অপরাধের দায়যুক্ত কার্যসংঘটনকালে বলবৎ ছিল, এইরূপ আইন ভঙ্গ করার অপরাধ ব্যতীত কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাবে না এবং অপরাধ- সংঘটনকালে বলবৎ সেই আইনবলে যে দণ্ড দেওয়া যায়, তাকে তার অধিক ভিন্ন দণ্ড দেওয়া যাবে না।

আনিসুল হক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৭ রহিত করে সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ করার প্রস্তাব করা হয়েছে। তবে সাইবার নিরাপত্তা আইনে রহিতকরণ ও হেফাজত সংক্রান্ত বিধান হিসেবে উল্লেখ করা হয়েছে যে, ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে দায়েরকৃত অভিযোগ ও তদসংক্রান্ত অন্যান্য কার্যক্রম বা সূচিত কোনো কার্যধারা বা দায়েরকৃত কোনো মামলা বা আপিল যেকোনো পর্যায়ে অনিস্পন্ন থাকলে ওই কার্যধারা বা আপিল এমনভাবে চলমান থাকবে যেন তা সাইবার নিরাপত্তা আইনের অধীন সূচিত বা দায়েরকৃত। ফলে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীন দায়েরকৃত মামলা বাতিল করার সুযোগ নেই এবং এ সংক্রান্তে ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নই আসে না।

বাংলাদেশ সময়: ১৭:৩৯:৪৭   ৪৭০ বার পঠিত  




জাতীয় সংসদ’র আরও খবর


কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অস্থিরতা এখনও স্বাভাবিক হয়নি সংসদ সচিবালয়ের কার্যক্রম
সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যাকাণ্ডের তদন্তে গভীরে যেতে হচ্ছে : আইনমন্ত্রী
৭৩টি বিশেষায়িত অগ্নিনির্বাপণ প্রকল্প নেওয়া হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
সংসদের ১২টি স্থায়ী কমিটি গঠন, একটির সভাপতি জাপা
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ জানুয়ারি
শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা
দ্বাদশ সংসদের নবনির্বাচিত সংসদসদস্যদের শপথ ১০ জানুয়ারী
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট খারিজ
সংসদে বিল পাস: চিড়িয়াখানায় প্রাণীকে উত্ত্যক্ত করলে দুই হাজার টাকা জরিমানা

Law News24.com News Archive

আর্কাইভ