স্বপন বিশ্বাস, রাজবাড়ী
রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের অভিযানে তিনটি একনলা বন্দুক উদ্ধারসহ সন্ত্রাসী সম্রাট বাহিনীর সদস্য মোঃ ইমন মন্ডল (১৯) কে গ্রেফতার করা হয়েছে।
সে জেলার পাংশা উপজেলার কলিমহর পূর্বপাড়ার মোঃ মনিরুল ইসলাম ওরফে জিন্নাহ মন্ডল এর ছেলে।
রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ, পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় পাংশা সার্কেলর সহকারী পুলিশ সুপার, মোঃ শাহীন এর সার্বিক তত্ত্বাবধানে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) তারিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ বুধবার (৩জুলাই) রাত তিনটার দিকে পাংশার কলিমহর পূর্বপাড়ায় অভিযান পরিচালনা করে আসামির নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
এরপর ব্যাপক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, তার নিকট সম্রাট বাহিনীর তিনটি অবৈধ অস্ত্র রয়েছে এবং সেই অস্ত্রগুলো তার বসত বাড়ীর পশ্চিমে তার আপন চাচা মোঃ নাছির উদ্দিন মন্ডল (৪৮) এর পুকুরের উত্তর পাড়ের পশ্চিম কোনায় ঘাসের ভিতর লুকিয়ে রেখেছে।
অতঃপর রাত সাড়ে তিনটার সময় উপস্থিত লোকজনের সামনে আসামী মোঃ ইমন মন্ডল একটি বাজার করা প্লাষ্টিকের ব্যাগের মধ্য হতে দেশীয় তৈরী তিনটি সচল একনলা বন্দুক নিজ হাতে বের করে দেয়া মতে উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্তে ধৃত আসামীর বিরুদ্ধে পাংশা থানার, ধারা- 19A The Arms Act, 1878 মামলা রুজু করাসহ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৯:৪২:৪৭ ১৮০ বার পঠিত