স্বপন সওদাগর জয়পুরহাট।
জয়পুরহাট জেলা ও দায়রাজজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোমেন আহমেদ চৌধুরী মৃত্যু বরন করেছেন।
রববার (৩০ জুন) দুপুর ০১ টায়০৭ মিনিটে বগুড়ার টিএমএস এস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
তিনি জজকোর্ট বার সমিতির একাধিকবার সভাপতি ও সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব নিষ্ঠার সঙ্গে পলন করেছেন। জয়পুরহাট লাইব্রেরী এন্ড ক্লাবের একাধিক বার সভাপতি এবং সাধারণ সম্পাদক ছিলেন।
এ ছাড়া তিনি জয়পুরহাটে রেড ক্রিসেন্টেে, সামাজিক, সাংস্কৃতিক ক্রিড়া সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ কালিন সময়ে ঢাকা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে মূখ্য ভূমিকা পালন করেছেন।
গত কাল বাদ এশায় জয়পুরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁকে পরিবারিক ভাবে দাফন করা হয়।
বাংলাদেশ সময়: ১১:২৮:৪৬ ১৯৩ বার পঠিত