সাবেক এমডি তুহিন রেজার বিরুদ্ধে ফাস্ট ফাইনান্সের করা মামলা খারিজ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » সাবেক এমডি তুহিন রেজার বিরুদ্ধে ফাস্ট ফাইনান্সের করা মামলা খারিজ
শুক্রবার, ২৮ জুন ২০২৪



সাবেক এমডি তুহিন রেজার বিরুদ্ধে ফাস্ট ফাইনান্সের করা মামলা খারিজ।

ফার্স্ট ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. তুহিন রেজার বিরুদ্ধে মিথ্যা অর্থ আত্নসাতের মামলা খারিজ করে দিয়েছে আদালত। গত বুধবার যুগ্ন জেলা ও দায়রা জজ ৪র্থ আদালত ঢাকায় মামলাটি খারিজ করা হয়। এর আগে ২০২২ সালে অহেতুক মিথ্যা, হয়রানি মূলক ও অসৎ উদ্দেশ্যে মামলাটি করেন ফাস্ট ফাইনান্স লিমিটেড।

আদেশে বলা হয়, সাবেক এমডি তুহিন রেজার বিরুদ্ধে অভিযোগের কোনো সত্যতা নাই। তিনি দায়িত্বে থাকাকালিন অবৈধ ভাবে কোনো ধরণের টাকা গ্রহনের কোনো ঘটনা ঘটে নাই। মূলত তুহিন রেজার পেশাগত সাফল্যের প্রতি ঈর্ষাবশত ও তাকে হয়রানি ও হেনস্থা করার উদ্দেশ্যে মিথ্যা বর্ণনায় অত্র মোকদ্দমা দায়ের করা হয়েছে।

মামলা খারিজে বলা হয়, সকল অভিযোগের দলিলপত্র পর্যালোচনা ও সার্বিক বিবেচনায় অত্র আদালতের নিকট প্রতীয়মান হয় যে বিবাদীপক্ষ গণের আনীত দরখাস্তটি আইনগত বৈধ এবং সঠিক। সুতরাং বিবাদীপক্ষ তাদের প্রার্থীত মতে প্রতিকার পেতে আইনগত হকদার। উক্ত অবস্থায় বিবাদীগণের আনীত দেওয়ানী কার্যবিধি- ৭ আদেশের ১১ বিধি ও ১৫১ ধারা মোতাবেক দরখাস্তটি মঞ্জুরযোগ্য। অত্র মোকদ্দমাটি বাদীর বিরুদ্ধে দোতরফা সূত্রে বিনা খরচায় দেওয়ানী কার্যবিধি আইনের ৭ আদেশের ১১ বিধি তৎসহ ১৫১ ধারার বিধান মোতাবেক দরখাস্তটি মঞ্জুরক্রমে অত্র মোকদ্দমার আর্জিটি খারিজ (Reject) করা হলো।

এবিষয়ে ফাস্ট ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তুহিন রেজা বলেন, মিথ্যা, হয়রানি মূলক ও অসৎ উদ্দেশ্যেমূলক মামলা দায়ের করা হয়েছিল আমার বিরুদ্ধে। বিচার বিভাগের উপর আমার বিশ্বাস ছিলো তাই ন্যায়বিচার পেয়েছি। মূলত আমার সফল ঈর্ষান্বিত হয়ে আমাকেসহ আরো কয়েকজন সহকর্মীর বিরুদ্ধে উদ্দ্যেশপ্রনোদিত এই মামলা করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ৪:০৪:৩৮   ৮৫ বার পঠিত   #  #  #




জেলা জজ কোর্ট’র আরও খবর


এস আলম ও পরিবারের এফএসআইবির ১২৫ অ্যাকাউন্ট জব্দের নির্দেশ
বান্দরবান আদালত চত্বরে ১০৩ টি নিস্পত্তিকৃত মামলার আলামত আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস।
জামিন মেলেনি বেনজীরের ক্যাশিয়ার জসিমের
রাজবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে স্বামী লতিফের মৃত্যুদন্ড
বিনা সুদে লাখ টাকা ঋণ অহিংস গণঅভ্যুত্থানের আহ্বায়ক মাহবুবুলসহ ১৮ জন কারাগারে
ফের ৩ দিনের রিমান্ডে সাবেক আইজিপি মামুন
১১৩ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
জয় বাংলা স্লোগান দিয়ে হাজী সেলিমপুত্র বললেন ‘শেখ হাসিনা আবার আসবেন’
পুলিশ হেফাজতে বডিবিল্ডার ফারুকের মৃত্যু বংশাল থানার সাবেক ওসিসহ ৭ জনের বিরুদ্ধে পুনঃতদন্তের নির্দেশ
ওবায়দুল কাদেরের পিএস মতিন ৩ দিনের রিমান্ডে

Law News24.com News Archive

আর্কাইভ