সমাজকর্মী নুরুল হক হত্যা মামলা কুমিল্লায় ৬ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

প্রথম পাতা » সারাদেশ » সমাজকর্মী নুরুল হক হত্যা মামলা কুমিল্লায় ৬ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন
বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪



কুমিল্লায় ৬ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন।

২০১১ সালে কুমিল্লা ব্রাহ্মণপাড়ার ছোট ধুশিয়া এলাকার সমাজকর্মী নুরুল হক হত্যা মামলায় ৬ জনকে মৃত্যদণ্ড ও ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছড়া দণ্ডপ্রাপ্ত সকলকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

আজ বুধবার দুপুরে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। মামলার বাদী পক্ষের আইনজীবী এপিপি মোহাম্মদ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী মোহাম্মদ জাকির হোসেন জানান, নুরুল হক হত্যা মামলার এজাহারে মোট ২২ জন আসামি ছিল। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা ২০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করেন। রায় প্রদানের সময় আদালতের এজলাসে ১১ জন আসামি উপস্থিত ছিলেন। অপর ৭ আসামি পলাতক রয়েছে। মামলার বিচার চলাকালীন সময়ে ২ আসামি মৃত্যুবরণ করেন এবং ২ জনকে বেকসুর খালাস প্রদান করেছেন বিচারক। এ মামলায় মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

মামলার বাদী নুরুল হকের ছেলে শরিফুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সালিশের রায়ে ক্ষিপ্ত হয়ে মামলার এক নম্বর আসামি মো. মাসুমসহ অন্যান্য আসামিরা মিলে ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাড়ি ফেরার পথে আমার বাবা নুরুল হককে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে।

এ ঘটনায় ২২ জনকে নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তদন্তকারী কর্মকর্তা ২০ জনকে অভিযুক্ত করে আদালতের চার্জশিট প্রদান করে। এ রায়ে তিনি সন্তুষ্ট বলে জানান।

বাংলাদেশ সময়: ১:৫৬:১৩   ৫১ বার পঠিত   #  #  #  #




সারাদেশ’র আরও খবর


বাগেরহাট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সব সদস্যের পদত্যাগ
ভোলায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন
জামিন পেলেও ছাড়া পাচ্ছেন না সাবেক বিচারপতি মানিক
ত্বকী হত্যা: আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদ ৫ দিনের রিমান্ডে
যৌথ অভিযানে ১১১ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫০
ভোলার লালমোহনে উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি গঠন
রাজবাড়ীর পুলিশ সুপার হলেন মোছাঃ শামিমা পারভীন
সাবেক ভূমিমন্ত্রীসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা
নিম্ন আদালত মনিটরিংয়ের দায়িত্বে হাইকোর্টের ১৩ বিচারপতি
লালমোহনে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত

Law News24.com News Archive

আর্কাইভ