ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন একটি ইউনিট চালু করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড মিডিয়া মনিটরিং’।
বুধবার (২৬ জুন) নতুন এই ইউনিটে একজন যুগ্ম-কমিশনার (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। এরপরই বিষয়টি গণমাধ্যমের সামনে আসে। তবে এখন পর্যন্ত ডিএমপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ইউনিট নিয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।
এদিকে একইদিন ডিএমপির তিনজন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ডিএমপির যুগ্মকমিশনার মো. শহিদুল্লাহকে সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড মিডিয়া মনিটরিং বিভাগে, আসমা সিদ্দিকা মিলিকে যুগ্মকমিশনার (পিওএম) এবং মো. সাহেদ আল মাসুদকে ওয়ারী বিভাগের (গোয়েন্দা) উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়।
বাংলাদেশ সময়: ১:৫১:০১ ১৫৯ বার পঠিত #ডিএমপি #সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড মিডিয়া মনিটরিং