হত্যাচেষ্টার পর পালানোর সময় বিমানবন্দরে গ্রেফতার

প্রথম পাতা » শিরোনাম » হত্যাচেষ্টার পর পালানোর সময় বিমানবন্দরে গ্রেফতার
বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩



 ---

 

গাজীপুর ছাত্রলীগের এক নেতার পায়ের রগ কেটে হত্যা চেষ্টার ঘটনায় প্রধান আসামীকে পালানোর সময় গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তার নাম রবিন। বিমানবন্দর দিয়ে বিদেশে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয় তাকে।

 

এপিবিএন জানায়, গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ফেরদৌসের রগ কেটে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী রবিন সরদারকে গ্রেফতার করা হয়েছে। সকালের দিকে বিমানবন্দর থেকে জিএমপি এবং এপিবিএনের গোয়েন্দা দল তাকে আটক করে।

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

তিনি জানান, তাকে চট্টগ্রাম থেকে ঢাকা আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে গাজীপুর মহানগর পুলিশের একটি টিমের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, গত ৩ সেপ্টেম্বর বিকেলে বাসন থানাধীন আউটপাড়া লিংকন কলেজের সামনে থেকে ভাওয়ালবদরে আলম সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ফেরদৌসকে অপহরণ করে  একই পদপ্রার্থী রবিন সরদার। এ সময় তার সাথে তার আরও বেশ কিছু সহযোগী জড়িত ছিল। অপহরণের পর গোপন স্থানে নিয়ে নিয়ে গিয়ে ফেরদৌসের রগ কেটে দেয়া সহ মারপিট করা হয়। এসময় ভুক্তভোগীর মায়ের নাম্বারে ফোন করে মুক্তিপণও দাবী করা হয়। মুক্তিপণ নেয়ার পর ফেরদৌসকে গাজীপুর সদরের শিববাড়ি মোড়ের হলিল্যাব হাসপাতালের সামনে ফেলে রেখে যায়। পরে পুলিশ গিতে তাকে উদ্ধার করে। এ ঘটনায় ফেরদৌসের মা বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে ৪ সেপ্টেম্বর থানায় মামলা করেন। এরপর থেকে ২৭ মামলার আসামী রবিন সরদার সহ অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছিল গাজীপুর মহানগর পুলিশের একাধিক দল।

বাংলাদেশ সময়: ১২:০৫:৩৮   ১১২ বার পঠিত  




শিরোনাম’র আরও খবর


লালমোহনে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে সভা
স্বামী হত্যার মামলায় স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড
বাগেরহাট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সব সদস্যের পদত্যাগ
ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার ৩ জন রিমান্ডে
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন
ভোলার লালমোহনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নওগাঁর ধামুইরহাটে শিক্ষককে নির্যাতনের বিচার এবং শিক্ষকদের নিরাপত্তা চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন
আমরা বাংলাদেশের মানুষের মুখে হাসিঁ ফোটাতে চাই - মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ
মাদারীপুরে থানায় ডিউটিতে ফিরেছে পুলিশ সদ্যসরা
লালমোহনে সড়ক পরিষ্কার ও ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

Law News24.com News Archive

আর্কাইভ