খালা শাশুড়িকে হত্যার দায়ে জামাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » খালা শাশুড়িকে হত্যার দায়ে জামাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড
বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩



 

খালা শাশুড়িকে হত্যার দায়ে জামাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গার দামুড়হুদায় খালা শাশুড়ি হত্যা মামলায় জামাই রবিউল ইসলামকে (৪৬) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ মাসুদ আলী আসামির উপস্থিতিতে এ রায় দেন।

সাজাপ্রাপ্ত রবিউল ইসলাম দামুড়হুদা উপজেলার কলাবাড়ীয়া গ্রামের দক্ষিণ পাড়ার আজিজুল মন্ডলের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৬ এপ্রিল রবিউল ইসলাম তার খালা শাশুড়ি শাহিদা বেগম রনিকে নিজ বাড়িতে ডেকে বাড়ির উঠানে পূর্বশত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে মাথায় মুখে ও হাতে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহতের ভাই হাফেজ মো. আব্দুল মতিন বাদী হয়ে রবিউল ইসলামকে আসামি করে দামুড়হুদা থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি অধিকতর তদন্ত শেষে ওই বছরের ৪ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক তোবারক আলী। পরে ১৩ জনের মধ্যে ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ বিকেলে এ রায় ঘোষণা করেন বিচারক।

বাংলাদেশ সময়: ১৮:১১:৪৭   ১৩৬ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


এস আলম ও পরিবারের এফএসআইবির ১২৫ অ্যাকাউন্ট জব্দের নির্দেশ
বান্দরবান আদালত চত্বরে ১০৩ টি নিস্পত্তিকৃত মামলার আলামত আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস।
জামিন মেলেনি বেনজীরের ক্যাশিয়ার জসিমের
রাজবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে স্বামী লতিফের মৃত্যুদন্ড
বিনা সুদে লাখ টাকা ঋণ অহিংস গণঅভ্যুত্থানের আহ্বায়ক মাহবুবুলসহ ১৮ জন কারাগারে
ফের ৩ দিনের রিমান্ডে সাবেক আইজিপি মামুন
১১৩ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
জয় বাংলা স্লোগান দিয়ে হাজী সেলিমপুত্র বললেন ‘শেখ হাসিনা আবার আসবেন’
পুলিশ হেফাজতে বডিবিল্ডার ফারুকের মৃত্যু বংশাল থানার সাবেক ওসিসহ ৭ জনের বিরুদ্ধে পুনঃতদন্তের নির্দেশ
ওবায়দুল কাদেরের পিএস মতিন ৩ দিনের রিমান্ডে

Law News24.com News Archive

আর্কাইভ