স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ
রাজবাড়ীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি ও বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউট এর মহাপরিচালক হাসান ফয়েজ সিদ্দিকীকে স্বাগত ও গার্ড অব অনার প্রদান করা হয়।
মঙ্গলবার (১৮জুন) সাবেক প্রধান বিচারপতি যাত্রা বিরতি করলে রাজবাড়ী সার্কিট হাউসে তাকে ফুল দিয়ে স্বাগত জানান রাজবাড়ী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু কায়সার খান।
পরে জেলা পুলিশের চৌকস হাউস গার্ড সাবেক প্রধান বিচারপতিকে গার্ড অব অনার প্রদান করেন।
ওইসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, পিপিএম,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক,
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), মহুয়া শারমিন ফাতেমা। জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারকগণ সহ ও সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন ।
বাংলাদেশ সময়: ১৫:১৭:২৯ ৬৫ বার পঠিত