স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ
রাজবাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র অভিযানে ১৪ কেজি গাঁজাসহ গোয়ালন্দঘাটের মাদক সম্রাট ও ৫ মাদক মামলার আসামী মোঃ আবুল হোসেন মোল্লা (৫২) কে গ্রেফতার করা হয়েছে।
জানাগেছে, উদ্ধারকৃত গাজার অবৈধ বাজার মূল্য অনুমান ৯ লক্ষ টাকা।
সে গোয়ালন্দ উপজেলার সাত্তার মেম্বার পাড়ার মৃত মোবারক মোল্লার ছেলে।
মাদকের বিরুদ্ধে রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ পিপিএম এর শূন্যনীতি ঘোষনায় উদ্ভূদ্ধ হয়ে
শুক্রবার (১৪জুন) রাত সাড়ে দশটায় দিকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খানের নেতৃত্বে এসআই সঞ্জিব জোয়াদ্দার সহ সংগীয় অফিসার ফোর্সের একটি চৌকশ টিম গোপন তথ্যের ভিত্তিতে জেলার গোয়ালন্দ উপজেলার সাত্তার মেম্বার পাড়ায় অভিযান পরিচালনা করে। ওইসময় মাদক কারবারী মোঃ আবুল হোসেন মোল্লার একচালা টিনের ছাপড়া বসতঘরের পূর্ব পাশের কক্ষ থেকে ১৪ কেজি গাঁজাসহ তাকে আটক করেন।
গ্রেফতার মাদক ব্যবসায়ির
উত্তর দৌলতদিয়ার মনোরমা সিনেমা হল রোডে একটি পান সিগারেটের দোকান রয়েছে । পান সিগারেট বিক্রয়ের আড়ালে সে দীর্ঘদিন ধরে এই মাদক ব্যবসা চালিয়ে আসছিল। উক্ত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এর আগেও ৫টি মাদক মামলার তথ্য আছে।
জেলার গোয়ালন্দঘাট থানায় তার বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
মাদক ছাড়ুন, নিজে বাঁচুন অপরকে বাঁচতে দিন। জেলা পুলিশ সব সময় মানুষের কল্যাণে কাজ করছে।
বাংলাদেশ সময়: ১৯:১০:১৫ ২৭৯ বার পঠিত