ফ্ল্যাট থেকে পড়ে কিশোরী গৃহকর্মীর মৃত্যু, সাংবাদিক সৈয়দ আশফাকুল হকের জামিন

প্রথম পাতা » সারাদেশ » ফ্ল্যাট থেকে পড়ে কিশোরী গৃহকর্মীর মৃত্যু, সাংবাদিক সৈয়দ আশফাকুল হকের জামিন
বুধবার, ১২ জুন ২০২৪



ফ্ল্যাট থেকে পড়ে কিশোরী গৃহকর্মীর মৃত্যু, সাংবাদিক সৈয়দ আশফাকুল হকের জামিন।

সাংবাদিক সৈয়দ আশফাকুল হক জামিন পেয়েছেন। রাজধানীর মোহাম্মদপুরে শাহজাহান রোডের একটি বহুতল ভবনে তার ফ্ল্যাট থেকে পড়ে এক গৃহকর্মীর মৃত্যু হয়। ওই ঘটনায় করা মামলায় বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার তার জামিন আবেদন মঞ্জুর করেন।

৬ ফেব্রুয়ারি বহুতল ভবন থেকে পড়ে গৃহকর্মী প্রীতি ওঁরাও (১৫) মারা যায়। সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ ভবনটির নিচ থেকে সাংবাদিক আশফাকুল হকের বাসার গৃহকর্মী প্রীতির লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার পর স্থানীয়রা ওই বাড়ির ফটকে জড়ো হয়ে মেয়েটিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ আশফাকুল হক, তার স্ত্রীসহ ওই বাসা থেকে ছয়জনকে থানায় নিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে মামলা করেন প্রীতির বাবা। এরপর দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গত বছরের ৬ আগস্ট একই ধরনের ঘটনা ঘটে আশফাকুল হকের বাসার। ওই সময় ৯ বছরের শিশু গৃহকর্মী ফেরদৌসি লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়। ওই ঘটনায় নির্যাতনের অভিযোগ এনে আশফাকুল হক, তার স্ত্রী তানিয়া খন্দকার ও শিল্পী নামের আরেক নারীকে আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা করেছিলেন শিশুটির মা।

বাংলাদেশ সময়: ৮:০০:৪৬   ৫৬ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


বাগেরহাট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সব সদস্যের পদত্যাগ
ভোলায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন
জামিন পেলেও ছাড়া পাচ্ছেন না সাবেক বিচারপতি মানিক
ত্বকী হত্যা: আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদ ৫ দিনের রিমান্ডে
যৌথ অভিযানে ১১১ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫০
ভোলার লালমোহনে উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি গঠন
রাজবাড়ীর পুলিশ সুপার হলেন মোছাঃ শামিমা পারভীন
সাবেক ভূমিমন্ত্রীসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা
নিম্ন আদালত মনিটরিংয়ের দায়িত্বে হাইকোর্টের ১৩ বিচারপতি
লালমোহনে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত

Law News24.com News Archive

আর্কাইভ