এম রিয়াজ উদ্দিন, লালমোহন (ভোলা) প্রতিনিধি: ” একা নয় যৌথ প্রয়াসে এগিয়ে যাবো, বন্ধুর হলেও সে পথেই পা বাড়াবো” এই শ্লোগানে গঠিত ছাত্র সংগঠন “লালমোহন স্টুডেন্টস্ ইউনিয়ন( এলএসইউ)” এর কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি পদে রেদওয়ান আহমেদ জ্যোতি এবং সাধারণ সম্পাদক পদে মো. আশ্রাফুর রহমান মনোনিত হয়েছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি আসফাক উদ্দিন, সহসভাপতি মেহেরাব হোসেন অপি, ফায়াজ মোর্শেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান শাহরিয়ার পুশন, সায়েম রাব্বি, সাংগঠনিক সম্পাদক তানজিদ রায়হান, তৌহিদুল নাহিদ, আব্দুর রহিম, জিহান ও হাফছা জাহান।৷ শুক্রবার (৩১মে)”লালমোহন স্টুডেন্টস্ ইউনিয়ন এর প্রধান পৃষ্ঠপোষক ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন ২০২৪-২০২৫ সালের জন্য এই কমিটির অনুমোদন প্রদান করেন। এসময় কমিটির সম্মানিত উপদেষ্ঠাগণ উপস্থিত থেকে এই কমিটিকে সম্মতি প্রদান করেন।পরে সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন এর সাথে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেন ।
বাংলাদেশ সময়: ১৬:৩৩:০৬ ৯৭ বার পঠিত