লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলার ডাওরী বাজারে মোটরসাইকেলের ধাক্কায় নূর বানু নামে ৬০ বছর বয়সী এক বৃদ্ধা গুরতর আহত হয়ে অবশেষে মারা গেছেন ।
মঙ্গলবার (২০ মে) সকালে উপজেলার কালমা ইউনিয়নের ডাওরী বাজার ইউনিয়ন ভূমি অফিসের সামনে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা নূর বানু কালমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী নখরী বাড়ী এলাকার আব্দুল জলিলের স্ত্রী। এ দুর্ঘটনায় আহত হয়েছেন মোটর সাইকেল অারোহী মিজানুর নামে উপজেলার চরভূতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আমির হোসেনের ছেলে।
স্থানীয় প্রাইমারী স্কুলের শিক্ষক মো. কবির জানান, সকালে নূর বানু সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন বৃদ্ধা নূর বানু ও মোটরসাইকেলের চালক মিজানুর রহমান । পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। আহতদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাদের ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে মারা যান বৃদ্ধা নূর বানু। মোটরসাইকেল চালক মিজানুর রহমানকে ভোলা সদর হাসপাতাল থেকে ঢাকায় রেফার্ড করা হয়েছে ।
লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা নিহত হয়েছেন বলে আমরা তথ্য পেয়েছি। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ৮:২৭:০২ ৭৯ বার পঠিত