ঠাকুরগাঁওয়ে ১০ দিনের উল্লেখযোগ্য উদ্ধার ও গ্রেফতার বিষয়ে জেলা পুলিশের সংবাদ সম্মেলন

প্রথম পাতা » শিরোনাম » ঠাকুরগাঁওয়ে ১০ দিনের উল্লেখযোগ্য উদ্ধার ও গ্রেফতার বিষয়ে জেলা পুলিশের সংবাদ সম্মেলন
মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩



 

---

গত ১০ দিনের ঠাকুরগাঁও জেলা পুলিশের উল্লেখযোগ্য উদ্ধার, গ্রেফতার ও মোটরযান আইনে মামলা দায়ের ও জরিমনা বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

১১ সেপ্টেম্বর সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: আসাদুজ্জামান, ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো: ফিরোজ কবির, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সিনিয়ার সাংবাদিক মজিবর রহমান শেখ,সহ ঠাকুরগাঁও জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও ঠজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, গত ১০ দিনের ঠাকুরগাঁও জেলা পুলিশের উল্লেখযোগ্য সফলতার মধ্যে নিস্পত্তিকৃত গ্রেফতারি পরোয়ানা ২২০টি, মাদক উদ্ধার সংক্রান্তে মোট ২৯জনকে গ্রেফতার করা হয়, এ সময় ৯৪৭ গ্রাম গাঁজা, ১৩৩ বোতল ফেনসিডিল, ১৪৬ পিস ইয়াবা, ১৮৩ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট, ২ দশমিক ৫২ গ্রাম হিরোইন, ২৮লিটার চোলাইমদ উদ্ধার এবং জুয়া মামলায় ৪ জন আসামী গ্রেফতার করা হয়। এছাড়াও ঠাকুরগাঁও জেলা ট্রাফিক পুলিশ কর্তৃক মোটরযান আইনে মোট ৩১৯ টি মামলায় ৩০ লাখ ২৫ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়। অন্যদিকে পুলিশের অভিযানে একটি ১৬০ সিসি নীল রংয়ের এপাচি আরটিআর মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং চুরির ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত মো: মনসুর আলী (২৮) নামে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারী পরোয়ানা মুলে ঠাকুরগাঁও জেলার কুখ্যাত মোটরসাইকেল চোর আব্দুর রাজ্জাক (৪০) গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ঠাকুরগাঁও সহ অন্যান্য জেলায় ৪৩টি চুরি ও মাদক মামলা রয়েছে এবং সে চোরচক্রের মূল হোতা বলে জানান পুলিশ সুপার। বালিয়াডাঙ্গী থানায় ৮জনকে অনলাইন জুয়ার সরঞ্জামসহ গ্রেফতার ও তাদের বিরুদ্ধে মামলা দায়ের কথাও জানানো হয় প্রেস ব্রিফিংয়ে।

বাংলাদেশ সময়: ১৩:৩৬:৩৫   ৯০ বার পঠিত  




শিরোনাম’র আরও খবর


লালমোহনে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে সভা
স্বামী হত্যার মামলায় স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড
বাগেরহাট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সব সদস্যের পদত্যাগ
ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার ৩ জন রিমান্ডে
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন
ভোলার লালমোহনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নওগাঁর ধামুইরহাটে শিক্ষককে নির্যাতনের বিচার এবং শিক্ষকদের নিরাপত্তা চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন
আমরা বাংলাদেশের মানুষের মুখে হাসিঁ ফোটাতে চাই - মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ
মাদারীপুরে থানায় ডিউটিতে ফিরেছে পুলিশ সদ্যসরা
লালমোহনে সড়ক পরিষ্কার ও ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

Law News24.com News Archive

আর্কাইভ