মোহাম্মদ নাসির উদ্দীন তিজো, বান্দরবান প্রতিনিধি:মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তপথে আরও ৪৬ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) সদস্য আশ্রয় নিয়েছে বাংলাদেশে।
গত মঙ্গলবার রাতে নাইক্ষ্যংছড়ি সদর ইউপি ও ঘুমধুম ইউনিয়নের রেজু সীমান্তপথে আশ্রয় নেয় এসব বিজিপি সদস্যরা।
স্থানীয় সুত্রে জানা যায়, মিয়ানমারের অভ্যন্তরে ক্ষমতা দখলে নিতে সরকারি জান্তা বাহিনীর সঙ্গে আরাকান বিদ্রোহীদের মধ্যে গোলাগুলির সংঘাত চলেছে৷ মঙ্গলবাররাতেও সীমান্তের ওপারে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে। সংঘাতে আরাকান বিদ্রোহীদের সঙ্গে টিকতে না পেরে প্রাণ বাচাতে পালিয়ে বাংলাদেশ আশ্রয় নিচ্ছে মিয়ানমারের সীমান্তরক্ষীরা। এতে বিভিন্ন সময়ের মত গত মঙ্গলবার রাতেও উপজেলার সদর ইউপির আষাঢ়তলী-জামছড়ি ও ঘুমধুম ইউনিয়নের রেজু সীমান্তপথে নতুন করে ৪৬ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি সদস্য আশ্রয় নিয়েছে বাংলাদেশে।
স্থানীয়দের দাবী, গত কাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৮ জন বিজিপি সদস্য আশ্রয় নিলেও রাতে ৪৬ জন মিয়ানমারের বিজিপি সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। তাদেরকে নিরস্ত্রীকরণ করণ করে নিজেদের হেফাজতে নিয়েছে বিজিবি।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি’র গন-সংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে আরও ৪৬ জন মিয়ানমারের বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে।এ পর্যন্ত কয়েক দফায় আশ্রয় নেওয়া মোট ২৬০ জন মিয়ানমারের বিজিপি সদস্যকে নাইক্ষ্যংছড়ি বিজিবি ক্যাম্পের পার্শ্ববর্তী একটি স্কুলে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২:৩২:১১ ১০১ বার পঠিত