স্বপন সওদাগর জয়পুরহাট :
জয়পুরহাট গঙ্গাদাসপুর থেকে ফেন্সিডিলসহ মাদক কারবারি বিদ্যুৎ কে আটক করেছে র্্যাব- ৫।
র্্যাব- ৫ সিপিসি-৩ জয়পুরহাটের চৌকস আভিযানিক দল (৭ এপ্রিল) রাত ০১.০০ ঘটিকায় গঙ্গাদাসপুর এলাকায় অভিযান চালিয়ে ৬৩ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে।
সকালে প্রেসবিজ্ঞপ্তিতে র্্যাব কর্মকর্তা জানান, আটককৃত আসামী একজন চিহ্নিত মাদক কারবারি। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে পলাতক আসামী ফারুকের মাধ্যমে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতো।
গোপন সংবাদের ভিত্তিতে মাদক বেচাকেনার সময় বিদ্যুৎ কে হাতে নাতে আটক করার সময় ফারুক নিজেকে আড়াল করে পালিয়ে যায়।
মাদকসেবি ও মাদক কারবারি সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং যথাযথ আইন গত ব্যবস্থা গ্রহন করতে আসামী কে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২:৫৭:২৫ ১৫৫ বার পঠিত