স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ যাকাত নিতে এসে রাজবাড়ীতে আনুমানিক ৬০ বছরের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে।
রবিবার (৭ এপ্রিল) সকালে জেলা শহরের ভবানীপুর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. দেলোয়ার হোসেনের বাড়িতে যাকাত নিতে আসা ওই নারীর মৃত্যু হয়। এখনও তার পরিচয় পাওয়া যায়নি।
জানাগেছে, প্রতিবছরের ন্যায় তারা ঈদকে সামনে রেখে যাকাত দিয়ে থাকে এবং নারী -পুরুষের অনেক ভীড় হয়। আরোও জানা যায় ওই ভীড়ের ভিতর পড়ে গিয়ে বৃদ্ধ নারী অসুস্থ হয়ে পড়লে, তাকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মৃত ওই বৃদ্ধ নারীর ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য সদর থানায় মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। তবে অন্যান্য মাধ্যমে জানতে পেরেছি এখনও তার পরিচয় মেলেনি।
বাংলাদেশ সময়: ২২:৫৩:৩৬ ১৩০ বার পঠিত