মোহাম্মদ নাসির উদ্দীন তিজো, বান্দরবান জেলা প্রতিনিধি :
বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় একাধিক ব্যাংকের টাকা ও অস্ত্র লুট এবং সোনালী ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণের ঘটনায় একাধিক মামলা করা হয়েছে। আজ শুক্রবার (৫ এপ্রিল) থানচি থানার ওসি জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রুমা কৃষি ব্যাংকের ম্যানেজার লাচি থোয়াই মারমা বাদী হয়ে অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করে মামলা করেছেন। সোনালী ব্যাংক ম্যানেজারকে মামলা করতে থানায় আসতে বলা হয়েছে।
বান্দরবান পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হান কাজেমী জানান, রুমা-থানচির ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে রুমায় তিনটি ও থানচিতে একটি মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:১৩:১৬ ৯৯ বার পঠিত