স্বপন সওদাগর জয়পুরহাট :
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলারয় ৯ বছর ধরে নিজ অর্থায়নে সন্মানিত রোযাদারদের সেহরি ও ইফতার করানো হয়।
রফিক হোটেলের মালিক, রফিকুল ইসলাম কে আনুষ্ঠানিক ভাবে আক্কেলপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাধীনতা দিবসে তাঁকে সন্মাননা জানানো হয়।
ইউএনও জনাব মনজুরুল আলম বলেন, জনসেবায় অবদান রাখায় রফিকুল ইসলাম কে সন্মাননা দেওয়া হয়েছে।
তিনি ৯ বছর ধরে রমজান মাসে বিনা পয়সায় রোযাদারদের ইফতার ও সেহেরি করিয়ে মানবতার ফেরিওয়ালা নাম ভূমিকার অবদান রেখেছেন। তাঁর মহানুভবতা কর্যকর্ম কে সাধুবাদ জনিয়ে এই সন্মাননার আয়োজন। ইউএনও মহাদয় এমনটাই জানিয়েছেন।
অপরদিকে রফিক হোটেলে প্রথম রমযান থেকে প্রতিনিয়ত প্রায় দেড়শো রোযাদারকে ইফতার ও সেহেরি মাসব্যাপি পরিবেশন করে আসছেন।
বছরে একটি মাস ( রমযান) মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখেন।
এ বিষয়ে রফিকুল ইসলাম জানান, মূলত পরকালের মুক্তি মানব সেবায় মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিনের কৃপা পাওয়ার জন্য আমার এই নিয়ত। জীবনের শেস সায়াহ্নে পযন্ত আমিএই আয়োজন করে যাব ইনশাল্লাহ, এমনটাই জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২০:০০:৩৩ ২৪২ বার পঠিত