মোহাম্মদ নাসির উদ্দীন তিজো, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের রুমা উপজেলার সোনালী ব্যাংকে লুট, অস্ত্র ছিনতাই ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের রেশ কাটতে না কাটতেই এবার বান্দরবান জেলার থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকে সশস্ত্র হামলা করেছে সন্ত্রাসী বাহিনী। থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে কর্মরত সনদ দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার দুপুর সাড়ে বারটার পর জেলার থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকে সশস্ত্র হামলা করেছে স্থানীয় সন্ত্রাসী বাহিনী। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাংক থেকে কত টাকা লুট করেছে এবং কে কে হতাহত হয়েছে তা নিশ্চিত করা যায়নি। স্থানীয় সুত্রে জানা যায়, থানচি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারী ও স্থানীয়রা পালিয়ে যায়। এই ঘটনার পর উপজেলাটির বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে।
বাংলাদেশ সময়: ১৯:২০:০৫ ১৩৮ বার পঠিত