লালমোহন(ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে পার্শ্ববর্তী তজুমদ্দিন উপজেলার বাসিন্দা বসু দাস কর্তৃক পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব প্রিয় রাসুল হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দোষীর সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ মার্চ)বাদ যোহর জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ লালমোহন উপজেলা শাখার আয়োজনে লালমোহন উত্তর বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে চৌরাস্তায় এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য প্রদান করেন লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমোহন উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ লালমোহন উপজেলা শাখার সভাপতি মুফতি মাওলানা মো. আলী আজগর, সাধারণ সম্পাদক মাওলানা ইমাম উদ্দিন শামিম,ইসলামী আন্দোলন বাংলাদেশের লালমোহন উপজেলা শাখার সহসভাপতি মাওলানা জামাল উদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা মুসলমানদের হৃদ স্পন্দন প্রিয় রাসুল (সা.) ও ইসলামের কটুক্তিকারীদের ব্লাসফেমী আইন পাশ করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে সরকারের কাছে জোর আহবান জানান।
বাংলাদেশ সময়: ১৬:১১:৪৬ ১৩৯ বার পঠিত