রাজধানীর পূর্বাচলের ৩’শ ফিট সড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে লেকের পানিতে ডুবে সারদাত (২৫) নামে এক প্রাইভেটকার চালক নিহতের ঘটনা ঘটেছে। এসময় অঙ্গাত এক যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতের নাম ও তাদের পরিচয় পাওয়া যায়নি। রবিবার গভীর রাতে ৩’শ ফিট সড়কের নৌ বাহিনীর ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।
পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্পেশাল টিমের স্টেশন অফিসার মো: জাইদুল ইসলাম জানান, ভোর তিনটার দিকে ৩’শ ফিট সড়কের নৌ বাহিনীর ক্যাম্পের সামনে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে লেকের পানিতে ডুবে যাওয়ার সংবাদ পাই। পরে পূর্বাচল ফায়ার সার্ভিস ও নৌ বাহিনীর যৌথ প্রচেষ্টায় পানির নিচ থেকে সারদাত নামে এক প্রাইভেটকার চালককে মৃত্যু অবস্থায় উদ্ধার করি। এসময় গুরুত্বর আহত অবস্থায় অঙ্গাত এক যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের পরিচয় জানা যায়নি।
বাংলাদেশ সময়: ২০:১২:০৬ ৮৭ বার পঠিত