স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ
রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস -২০২৪ পালিত হয়েছে।
রবিবার (১৭ মার্চ) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়, প্রাঙ্গণে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম এবং জেলা প্রশাসক আবু কায়সার খান।
এরপর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, জেলা পুলিশ, সিভিল সার্জন কার্যালয়সহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও কর্মকর্তা কর্মচারীগণ পুস্পস্তবক অর্পণ করেন।
অতপর শিশুদের নিয়ে অফিসার্স ক্লাব চত্বরে বেলুন উড়িয়ে ও পায়রা অবমুক্ত করে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রেলমন্ত্রী,জেলা প্রশাসক, পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বাংলাদেশ সময়: ১৭:০২:২৮ ১৮৮ বার পঠিত