স্বপন সওদাগর ;
জয়পুরহাট প্রতিনিধি:
বৈদ্যুতিক শট সার্কিটে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৮মার্চ) রাত ১টা ১০ মিনিটের সময় হাসপাতালের দ্বিতীয় তলায় তও্বাবধায়কের কক্ষে আগুনের সূত্র পাত হলে ধূয়ার সৃষ্টি হয়।
এতে হাসপাতালের তত্বাবধায়কের অফিস কক্ষের আসবাবপত্র আগুনে পুড়ে যায়!
এ সময়ে হাসপাতালে ভর্তি থাকা রুগীরা আতংকে ছুটাছুটি করে বাহিরে চলে আসে।
খবর পেয়ে জয়পুরহাটের অগ্নিনিবারক ফায়ার সার্ভিস দুটি ইউনিট দ্রুত ঘটনা স্থলে চলে আসে এবং ৪০ মিনিট সময় লেগেছে আগুন নিয়ন্ত্রন করতে।
জয়পুরহাট ২৫৯ শয্যা আধুনিক হাসপাতাল তও্বাবধায়ক ডা: সরদার রাসেদ মোবারক বিষয়টি নিশ্চিত করে বলেন,আগুন লেগে প্রচুর ধোঁয়া হলে রুগী ও স্বজনরা আতঙ্কে হাসপাতালের ওয়াড ছেড়ে বাহির হয়ে যায় এবং ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিভিয়ে ফেলে।
জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শরিফুল ইসলাম বলেন,রা১ টা ১৪ মিনিটে খবর পেয়ে আমরা সেখানে উপস্থিত হয়ে দেখি দ্বিতীয় তলায় আগুন জলছে। শুধুমাত্র মাত্র তত্বাবধায়কের কক্ষে আগুন ছিল। আমরা দুটি ইউনিট কাজ করছি। এতে কোন হতাহতেন ঘটেনি।
হাসপাতাল পরিদর্শন করে জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বলেন,আগুন লাগার কথা শুনে ফায়ারসার্ভিস ও বিদ্যুত অফিস কে জনানো হয়। অপরদিকে ডিবি ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে সাবাই
একযোগে আন্তরিকতার সহিত কাজ করার কারনে স্বল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আসে।
মুলত হাসপাতালের তত্বাবধায়কের কক্ষের ভিতরে সর্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
বাংলাদেশ সময়: ১৯:২৯:০২ ২১৭ বার পঠিত