স্বপন সওদাগর জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে ৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় পালন হচ্ছে।
দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকাল৮ টায় জেলা সদরে শহীদ ডা: আবুল কাশেম ময়দানে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করে
শ্রদ্ধা নিবেদন করেন জেলাপ্রশাসন,জেলা পরিষদ,জেলা পুলিশ, জেলা মুক্তি যোদ্ধা কমান্ড, জেলা আওয়ামীলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং বিভিন্ন সরাসরি, বেসরকারি প্রতিষ্ঠান।
এ সময় উপস্থিত ছিলেন, ভার প্রাপ্ত জেলা প্রশাসক মহীউদ্দীন জাহাঙ্গীর, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের সন্মানিত সদস্য জনাব রমজান আলি সরদার, সভাপতি গোলাম মুর্শেদ প্রমূখ।
এ ছাড়া দিবসটি উপলক্ষে জেলা শিল্প কলা একাডেমি ও শিশু একাডেমিতে বঙ্গবন্ধুর ৭ মার্চ ভাষন, কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্য ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:০৫:২৫ ১৭৩ বার পঠিত