লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে এক কেজি গাঁজাসহ মো. শরিফ (৩৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছেন লালমোহন থানা পুলিশ। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শক্তিপদ মৃধা ও এসআই ইউসুফ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পৌরসভা ৮ নং ওয়ার্ড মুন্সিবাড়ির দরজার পাকা রাস্তার উপর হইতে তাকে আটক করা হয়। আটক শরিফ পৌরসভা ৩নং ওয়ার্ড খলিফা বাড়ির মৃত আবু খলিফার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার এসআই মো. আবু ইউসুফ বলেন, মাদক বিক্রির উদ্দেশ্যে পৌরসভা ৮ নং ওয়ার্ড ওয়েস্টার্নপাড়া এলাকায় অবস্থান করছিলেন যুবক শরিফ। সোর্সের মাধ্যমে এ তথ্য জানতে পেরে ফোর্স নিয়ে সেখানে অভিযান চালাই। অভিযানে শরিফকে তল্লাশি করলে তার কাছে ১ কেজি গাঁজা পাওয়া যায়। পরে তাকে আটক করে থানায় আনা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ২১:২৫:৪২ ৬৬ বার পঠিত