প্রায় সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর ফের ভোটগ্রহণ শুরু

প্রথম পাতা » আইনজীবী সমিতি নির্বাচন » প্রায় সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর ফের ভোটগ্রহণ শুরু
বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪



---

প্রায় সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা আইনজীবী সমিতির (২০২৪-২৫) কার্যকরী কমিটির নির্বাচনের দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটার উপস্থিতি পর্যবেক্ষণ সাপেক্ষে নির্ধারিত সময় বিকেল ৫টার পরও ভোটগ্রহণ চলবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন কমিশন কার্যালয়ে এক রুদ্ধদ্বার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচন কমিশনের সদস্য অ্যাডভোকেট আবু সুফিয়ান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোটার উপস্থিতি সাপেক্ষে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে বলে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে এদিন দুপুর ১২টার দিকে ভোট কেন্দ্রে নির্ধারিত ব্যালট পেপারের বদলে নকল স্ক্যানিং করা ব্যালট পেপার পাওয়াকে কেন্দ্র করে ভোটগ্রহণ স্থগিত করা হয় বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী আইনজীবী। এর পর প্রধান নির্বাচন কমিশনার এ বিষয়ে বারের সাবেক কয়েকজন সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে মিটিংয়ে বসেন।

এদিন সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। এর আগে প্রথম দিন বুধবার একইভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ২১ হাজার ২০৮ জন ভোটারের মধ্যে চার হাজার ২৩০ আইনজীবী ভোট প্রদান করেছেন।

নির্বাচনে সিনিয়র আইনজীবী মোখলেছুর রহমান বাদল প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন। যার অধীনে ১০ জন কমিশনার এবং ১০০ জন সদস্য সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছেন।

বাংলাদেশ সময়: ১৭:২৬:১৬   ১০৪ বার পঠিত  




আইনজীবী সমিতি নির্বাচন’র আরও খবর


গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি রফিক, সম্পাদক সিরাজুল
গাজীপুর বারের সাবেক সভাপতি-সম্পাদকসহ ৩ আইনজীবীকে বহিষ্কার
সুপ্রিম কোর্ট বারে মারামারি : ব্যারিস্টার কাজল রিমান্ডে
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন :সভাপতিসহ ৪ পদে বিএনপি, সম্পাদকসহ ১০ পদে আ.লীগ জয়ী
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির স্বতন্ত্র সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথীর গুলশানের বাসায় অভিযান
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে মারামারি : যুথি-কাজলসহ ২০ জনের বিরুদ্ধে মামলা
ভোট দিলেন ৫৩১৯ আইনজীবী, ফলাফলের অপেক্ষা
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে দুই শতাধিক পুলিশ মোতায়েন,
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ শুরু
অ্যাডভোকেট শাহ মনজুরুল হক বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ২০২৪- ২৫ সম্পাদক পদ প্রার্থী

Law News24.com News Archive

আর্কাইভ