জয়পুরহাটে আবু হোসেন হত্যা মামলায় পাঁচ জনের ফাঁসির রায়।

প্রথম পাতা » ড্রাফট » জয়পুরহাটে আবু হোসেন হত্যা মামলায় পাঁচ জনের ফাঁসির রায়।
মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪



---

স্বপন সওদাগর
জয়পুরহাট জেলা প্রতিনিধি।

জয়পুরহাটে আবু হোসেন হত্যা মামলায় ৫ জন কে ফাঁসি ও একইসাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

এর মধ্যে একজন পলাতক রয়েছে এবং মামলা চলাকালীন

সময়ে ২ জন মৃত্যূবরন করায় তাদের খালাস দেওয়া হয়েছে।

১৯ ফেব্রুয়ারী  (সোমবার)  দুপুরে জয়পুরহাট অতিরিক্ত দায়রাজজ আদালত

১- ম এর বিচারক মোঃ নুরুল ইসলাম এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন পাঁচবিবি উপজেলার সোঃ রাব্বানী, মোঃ রাফিউল, মোঃ মোজ্জাফফর হোসেন,সোছাঃআসিনা বেগস, ও মোছাঃ সাহিদা বেগস।

মামলার বিবরনে জানা গেছে, ২০১০ সালের ২৫ র্মাচ সকাল ৯- টায় পাঁচবিবি উপজেলার দরগা পাড়া গ্রামে বাড়ির সামনে খরের

পালা থেকে খর খোলার সময় র্পূব শক্রতার জের ধরে আসামীরা ধারালো অস্ত্র নিয়ে আবু তাহের কে হামলা করে আহত করলে তার ছেলে আবু হোসেন এগিয়ে আসলে আসামীরা তাকেও মারপিট করে

পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আবু হোসেন কে উদ্ধার করে প্রথমে পাঁচবিবি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়ার শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 পরবর্তীতে অবস্থার অবনকি হলে আবু হোসেন কে ঢাকায় ইবনেসিনা হাসপাতালে ভর্তি করানো হলে, চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায়, নিহতের পিতা আবু তাহের ৪ এপ্রিল ৯ জনের নাম উল্লেখ করে পাঁচবিবি থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত রায় দেন।

বাংলাদেশ সময়: ২১:০৪:০৫   ১৬০ বার পঠিত  




ড্রাফট’র আরও খবর


শোরুম খুলতে তনিকে যে শর্ত দিলেন হাইকোর্ট
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক মনির’কে গ্রেফতার করেছে র‍্যাব-১০
বিএনপি নেতা ইশরাক কারাগারে
রাজবাড়ীতে গাঁজাসহ গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদক মামলা
লালমোহনে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
রমজান উপলক্ষে দ্রব্য মুল্য নিয়ন্ত্রন রাখতে কৃষি বিপণন সভা
জয়পুরহাটে কিশোর গ্যাং এর প্রধান রাব্বি সহ ৩ জন আটক
জয়পুরহাটে আবু হোসেন হত্যা মামলায় পাঁচ জনের ফাঁসির রায়।
পরীমণির মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ ৩১ মার্চ
জয়পুরহাটে জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারকের বাড়িতে চুরি ও হুমকি

Law News24.com News Archive

আর্কাইভ