স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ
রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় ওয়ান শুটারগান, একটি তাজা কার্তুজসহ দুজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে লুন্ঠিত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হল জেলার পাংশা থানার বহলাডাঙ্গা মধ্যেপাড়া গ্রামের মোঃ সিরাজ মন্ডলের ছেলে মোঃ সবুজ হোসেন (২৭) ও একই গ্রামের মকবুল মন্ডলের ছেলে মোঃ আব্দুল্লাহ (২৮)।
জানা গেছে, ভ্যান চালক জানে আলম (২১) কে গত সোমবার (১৯ ফেব্রুয়ারী) সাড়ে বারোটার দিকে পাংশার ডন মোড় হতে নাওড়া বনগ্রাম যাওয়ার কথা বলে ভাড়া করে।
ভ্যান চালক নাওড়া বনগ্রামের সাধন চন্দ্র মন্ডলের ভুট্টা ক্ষেতের কাছে পৌছালে, এখানে ওত পেতে থাকা মোঃ সবুজ হোসেন (২৭) তার সাথে যোগ দিয়ে ভ্যান চালককে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে আঘাত করে, হাত, পা বেধে ১৩ হাজার টাকার একটি TECNO SPARK এ্যান্ড্রোয়েট মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়।
এসময় ভ্যান চালকের চিৎকার করলে আশপাশের লোকজনের ধাওয়া খেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
পরে জানাযায়, ছিনতাইকারীরা
হাট বনগ্রাম পূর্বপাড়ার স্বরজিৎ মন্ডল এর বসত বাড়ীতে লুকিয়ে রয়েছে।
খবর পেয়ে পাংশা মডেল থানার এসআই(নিঃ) তারিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনার দিন বেলা তিনটার দিকে স্থানীয় জনগনের সহায়তায় স্বরজিৎ মন্ডল এর বসত বাড়ী থেকে তাদেরকে গ্রেফতার করে।
ব্যাপক জিজ্ঞাসাবাদের পরে তারা জানায়, হাট বনগ্রাম পূর্বপাড়ার রেজাউল মন্ডলের আম বাগানের মাঝ বরাবর দক্ষিণপার্শ্বে ঝোপঝাড়ের মধ্যে তাহাদের লুকিয়ে রাখা একটি দেশীয় তৈরী ওয়ান শুটারগান, একটি সবুজ রংয়ের তাজা কার্তুজ উদ্ধার করেন।
অবৈধ অস্ত্র-গুলি নিজ দখলে রাখিয়া দস্যুতা সংঘটনের অপরাধে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পৃথক দুইটি নিয়মিত মামল রুজু করা হয়েছে।
আসামী মোঃ আব্দুল্লাহ এর বিরুদ্ধে একটি মারামারি মামলা আছে।আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়ে।
বাংলাদেশ সময়: ১৯:৩০:৩২ ১০৫ বার পঠিত